যে নজরুল ইসলামকে শোনা যায়নি, তাঁকেই গানে আর কবিতায় নতুন মোড়কে নিয়ে আসছেন শোভনসুন্দর বসু এবং মানবেন্দ্র কন্যা মানসী মুখোপাধ্যায়। ‘‘ফরিয়াদ’ ছাড়া কোনও কবিতাই এর আগে কোথাও রেকর্ড করা হয়নি,’’ বলছেন শোভনসুন্দর। যিনি ফার্সি-আরবিক ছন্দেই কবিতা পড়েছেন। অন্য দিকে মানসী মুখোপাধ্যায় গেয়েছেন ‘নিম ফুলের মউ’, ‘ঝুম ঝুম ঝুমরা নাচ’-এর মতো স্বল্পশ্রুত গান। আজকের প্রজন্মের কথা ভেবেই অ্যালবামের নাম দেওয়া হয়েছে ‘নিউয়েস্ট নজরুল’।