মূল চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা এবং বিদিতা।
গ্রামের হাসপাতাল। কয়েকজনরোগী ভর্তি। ডাক্তার বা নার্স সকলেই নিজের কাজে দক্ষ। তবুও এক অদ্ভুত ঘটনা ঘটে। কয়েক মাস ধরে প্রতি অমাবস্যার রাতে এক জন করে রোগী মারা যায়। কেন? তবে কী...
এ কী কোনও অলৌকিক ঘটনা? না হলে প্রতি অমাবস্যার রাতে ওই নির্দিষ্ট হাসপাতালে রোগী মৃত্যুর কারণ কী?
এর উত্তর পেতে গেলে আপনাকে চোখ রাখতে হবে শর্ট ফিল্ম ‘নো মুন কামিং সুন’-এ। শনিবারই ইউটিউবে মুক্তি পেল পরিচালক শিলাদিত্য মৌলিকের এই ছবি। হাসপাতালের ওই অদ্ভুত ঘটনাকেই মিনিট দশেকের শর্ট ফিল্মে ফ্রেমবন্দি করেছেন তিনি।
আরও পড়ুন, ‘আমার মতো গার্লফ্রেন্ড থাকলে অন্য কোথাও যাওয়ার দরকার হয় না’
পরিচালক বললেন, “মুম্বইতেই শুট করেছিলাম আমরা। কেন রোগী মারা যাচ্ছে, তার একটা কারণ রয়েছে। সেটা রিভিল হবে। বেসিক্যালি দু’জন মহিলার, দুই বন্ধুর গল্প। আমি এর আগে ‘লুডো’ করেছি। সেখানেও দুই মহিলার রিলেশনশিপ দেখিয়েছি। এরকম পর পর তিনটে ছবি তৈরি করতে চাইছি।’’
আরও পড়ুন, দ্বিতীয়বার প্রসেনজিতের স্ত্রী হয়ে কেমন লাগল? অপরাজিতা বললেন...
‘নো মুন কামিং সুন’র মূল দু’টি চরিত্রে অভিনয় করেছেন বিদিতা বাগ এবং অনুরাধা মুখোপাধ্যায়। অনুরাধা শেয়ার করলেন, “গল্পটা অন্য রকম। হরর এলিমেন্ট আছে। বিদিতার চরিত্রটা একটু ভিতু। আমরা দু’জনেই নার্সের ক্যারেক্টার করেছি। ওর ডিউটি করতে অমাবস্যার রাতে আমি যাই হাসপাতালে। সে দিনও রোগী মারা যায়। কেন..., সেটা দেখতে হবে।’’
বিদিতা এবং অনুরাধা ছাড়াও আশিস আরিয়ান, কেকা ঘোষাল, সুদীপ দত্তর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।