Thakurpukur Car Accident

ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার জের, শুটিং বন্ধ ধারাবাহিকের! সোমবার গ্রেফতার অভিযুক্ত ভিক্টো

রবিবারের গাড়ি দুর্ঘটনার প্রভাব পড়েছে ধারাবাহিকের সেটে। খবর, সোমবার শুটিং বন্ধ। অভিযুক্ত পরিচালক ভিক্টো কি হাসপাতালে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৪
Share:
পরিচালক ভিক্টোকে নিয়ে কথা বলতে নারাজ টেলিপাড়া।

পরিচালক ভিক্টোকে নিয়ে কথা বলতে নারাজ টেলিপাড়া।

ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার প্রভাব পড়ল সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’র সেটে। খবর, সেটে এ দিন বন্ধ রাখা হয়েছিল ধারাবাহিকের শুটিং। পরিবর্তে আউটডোর শুটিং হয়। রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে জড়িত ধারাবাহিকের পরিচালক সিদ্ধান্ত দাস, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। সিদ্ধান্ত টেলিপাড়ায় ভিক্টো নামে পরিচিত। গ্রেফতার করা হয়েছে তাঁকে। জামিনে মুক্ত শ্রিয়া। এ-ও শোনা গিয়েছে, এ দিন চ্যানেল কর্তৃপক্ষ নাকি কার্যনির্বাহী প্রযোজকদের নিয়ে বৈঠক করেন।

Advertisement

রবিবার মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে ধাক্কা দেন ছোট পর্দার পরিচালক। এই খবর প্রথম জানায় আনন্দবাজার ডট কম। জখমদের মধ্যে এক জনের পরে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিচালক উত্তেজিত জনতার হাতে প্রহৃত। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তিনি সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি, অবস্থা সঙ্কটজনক— এমন খবরও রটে যায়। যদিও আনন্দবাজার ডট কম খবর নিয়ে জানতে পেরেছে, এই খবর সঠিক নয়। রবিবার কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম (বেহালা) রাহুল দে জানান, সোমবার আদালতে তোলা হবে অভিযুক্ত পরিচালককে। প্রশাসনিক সূত্রের খবর, এ দিন তাঁকে আদালতে তোলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

পরিচালক ভিক্টোর এই নিন্দনীয় আচরণে ক্ষোভে উত্তাল সমাজমাধ্যম। ছোট পর্দার একাধিক অভিনেতা, পরিচালকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তালিকায় ভাস্বর চট্টোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র এবং আরও অনেকে। ভাস্বর লিখেছেন, “কী বলব জানি না। তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছে থেকে দেখছি। নেশার কবলে চলে যাচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement