Shoaib Ibrahim

শুটিংয়ে চিতাবাঘের হানা, হাজির ছিলেন অভিনেতা শোয়েব ইব্রাহিম, হুলস্থুল কাণ্ড সিরিয়ালের সেটে

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে চলছিল শুটিং। হঠাৎই চিতাবাঘের হানা সিরিয়ালের সেট। তখন সেখান ছিলেন অভিনেতা শোয়েব ইব্রাহিম। এখন কেমন আছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৯:৫৪
Share:

শোয়েব ইব্রাহিমের সিরিয়ালের সেটে চিতাবাঘের হানা। ছবি : সংগৃহীত।

আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল ‘আজুনি’ সিরিয়ালের শুটিং। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছেন শোয়েব ইব্রাহিম ও আয়ুষী খুরানা। মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে চলছিল শুটিং। হঠাৎ ফ্লোরে চিৎকার। নিমেষের মধ্যে শুরু হল দৌড়োদৌড়ি। হঠাৎই সিরিয়ালের সেটে ঢুকে পড়েছিল এক চিতাবাঘ। আক্রমণ করে শুটিংয়ের সেটে থাকা এক কুকুরকে। প্রায় ২০০ জন লোক তখন ছিলেন সেটে। তার মাঝেই কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। সেই সময় সেটে ছিলেন শোয়েব ইব্রাহিম।

Advertisement

দিন কয়েক আগেই নিজের ভ্লগে এই সিরিয়াল ছাড়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। যদিও শেষমেশ নিজের সিদ্ধান্ত বদলান। এর মাঝেই ঘটে যায় এই বিপত্তি। তবে অভিনেতা, অভিনেত্রীদের আহত হওয়ার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদিও ঘটনার আকস্মিকতা এখনও সামলে উঠতে পারেননি অভিনেতা, অভিনেত্রী-সহ কলাকুশলীরা।

Advertisement

সদ্য বাবা হয়েছেন শোয়েব ইব্রাহিম। নিজের এই নতুন জীবন শুরু হতেই অভিনয় থেকে বিরতি নেবেন বলে ঠিক করেছিলেন এক বার। কিন্তু প্রযোজকদের জন্য সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তবে প্রযোজকদের বেশ কিছু শর্ত দেন, যার মধ্যে ছিল আগে বাড়ি যাওয়ার অনুমতি, শুটিংয়ের দিন সংখ্যা কমানো। অভিনেতার সবক’টি শর্তেই রাজি হন প্রযোজক। আসলে শোয়েব এই মুহূর্তে নিজের সন্তান ও পরিবারকে সময় দিতে চান। সম্প্রতি ছেলের নাম ঘোষণা করেন দীপিকা ও শোয়েব। যদিও ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement