Alia-Shilpa

মাঝরাতে হঠাৎ বিশেষ আব্দার আলিয়ার, হবু মাকে চমক দিলেন শিল্পা

মুম্বইয়ের কোথায় সেরা পিৎজা মেলে? নেটমাধ্যমে প্রশ্ন রেখেছিলেন আলিয়া। নানা লোকে নানা মন্তব্য করলেও তক্কে তক্কে ছিলেন ‘ফিটনেস ফ্রিক’ শিল্পা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২১:০৩
Share:

হবু মা আলিয়া ভট্টের মধ্যরাতের রসনা আরও উসকে দিতে চাইলেন শিল্পা শেট্টি।

কখনও ঝালঝাল মুখরোচক কিছু, কখনও আবার চিজ ঠাসা পিৎজা! কত কী-ই যে খেতে ইচ্ছে করছে তাঁর! অন্তঃসত্ত্বা অবস্থায় এটিই তো স্বাভাবিক বলছেন বলিউড সতীর্থরা। হবু মা আলিয়া ভট্টের মধ্যরাতের রসনা আরও উসকে দিতে চাইলেন শিল্পা শেট্টি।

Advertisement

কিছু দিন আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই খবর। পিৎজা খাওয়ার আবদার করেছেন আলিয়া। মুম্বইয়ের কোথায় সেরা পিৎজা মেলে? নেটমাধ্যমে প্রশ্ন রেখেছিলেন অভিনেত্রী। নানা লোকে নানা মন্তব্য করলেও তক্কে তক্কে ছিলেন ‘ফিটনেস ফ্রিক’ শিল্পা।

রবিবাসরীয় সকালে সুস্বাদু পিৎজা পৌঁছে গেল ‘গঙ্গুবাই’-এর বাড়ি।

রবিবাসরীয় সকালে সুস্বাদু পিৎজা পৌঁছে গেল ‘গঙ্গুবাই’-এর বাড়ি। গোটা দিন সুস্বাদু আমেজ। আলিয়া জানালেন, এত ভাল পিৎজা এর আগে কখনও খাননি। ভালবাসায় ভরিয়ে দিয়ে শিল্পাকে লিখলেন, ‘অনেক অনেক ধন্যবাদ তোমায়, এত সুস্বাদু একটা পিৎজা পাঠানোর জন্য...এটা আমার খাওয়া সেরা পিৎজা!’ উপহার পাওয়া সেই পিৎজার একটি ছবিও শেয়ার করেছিলেন আলিয়া। দেখা যায়, নানা পুষ্টিকর উপাদান উঁকি মারছে আধখাওয়া পিৎজা থেকে। খেতে খেতেই ছবিটি তুলেছিলেন উচ্ছ্বসিত আলিয়া।

Advertisement

প্রথম বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউডের হাল আমলের প্রথম সারির নায়িকা আলিয়া। আর এই প্রথম হলিউডেও পা রেখেছেন। ‘অ্যাকশন থ্রিলার’ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে সদ্য। যেখানে একেবারে অন্য অবতারে ধরা দিয়ে অনুরাগীদের গর্ব হয়ে উঠেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement