Entertainment News

‘জন্মদিনে সেঞ্চুরিটা হামি পেলাম’

পরিচালক জানালেন, মিনার, বিজলি, ছবিঘর— তিন জায়গায় একসঙ্গে হাউসফুল শো চলছে ‘হামি’। তাঁর কথায়, ‘‘যে কোনও পরিচালকের কাছে এটা তো স্বপ্ন।’’

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ১২:২৪
Share:

শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

জন্মদিনের সকাল। আর পাঁচটা দিনের থেকে একটু বেশিই স্পেশ্যাল। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও ব্যতিক্রম নন। আজ তিনি বার্থডে বয়। তবে চলতি বছরের জন্মদিনটা একটু বেশিই স্পেশ্যাল এই পরিচালক-অভিনেতার কাছে।

Advertisement

কেন বলুন তো? উত্তরটা খুব সহজ। ‘হামি’।

গত ১১মে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘হামি’। তার পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। গত ১৮মে জাতীয় স্তরে মুক্তি পেয়েছে ছবিটি। সেখানেও রেজাল্ট একই।

Advertisement

আরও পড়ুন, ‘হামি’ মানে কী? উত্তরে ওরা বলল...

শিবপ্রসাদ শেয়ার করলেন, ‘‘আমার জন্মদিনের সেরা গিফট ‘হামি’। দর্শকদের কাছ থেকে সেঞ্চুরিটা হামি পেয়ে গিয়েছি। আজ অল ওভার বেঙ্গল হাউজফুল। বাংলার বাইরেও একই। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, পুনেতে হাউসফুল যাচ্ছে। সকাল ন’টায় পিভিআর ডায়মন্ড প্লাজা হাউসফুল। সাউথ সিটি রিওপেন হওয়ার পর ‘হামি’ প্রথম সিনেমা যেটা হাউসফুল। এটা বিগেস্ট উইকেন্ড, বিগেস্ট সানডে।’’

পরিচালক জানালেন, মিনার, বিজলি, ছবিঘর— তিন জায়গায় একসঙ্গে হাউসফুল শো চলছে ‘হামি’। তাঁর কথায়, ‘‘যে কোনও পরিচালকের কাছে এটা তো স্বপ্ন।’’

আরও পড়ুন, ১৫ বছর পর ইন্দ্রপুরীতে ফিরে রুদ্রনীলের জিয়া নস্ট্যাল

কিন্তু জন্মদিনে তো নিশ্চয়ই আলাদা কোনও প্ল্যান রয়েছে? বার্থ ডে বয় বললেন, ‘‘সিনেমার মধ্যে দিয়েই তো বেঁচে থাকি। আজও বিকেলে কয়েকটা সিনেমাহলে যাব। দর্শকদের মধ্যে থাকব। আর আমার গোটা ইউনিটের সঙ্গে থাকব সন্ধেবেলা। ওরা কেউ কিছু বলছে না। কিছু জি়জ্ঞেস করলেই চুপ করে থাকছে। এরকম যখনই হয়, কোনও না কোনও সারপ্রাইজ থাকে। এ বারের সেটাই হবে হয়তো। দেখা যাক…।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement