Shehnaaz Gill

অভিনয় করেও ছবির প্রিমিয়ারে ডাক পাননি শেহনাজ়, সলমনের হাত ধরে কি ভাগ্য ফিরবে?

নিজের রাজ্যে অভিনয় করে পাত্তা পাননি। পঞ্জাব ছেড়ে এসেছেন বলিউডে। সলমন খানের হাত ধরে হাতেখড়ি হলেও নিজের লক্ষ্যে স্থির শেহনাজ় গিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ০৮:৩১
Share:

এর আগে অভিনয়ে কেরিয়ার গড়া সম্ভব হয়নি শেহনাজ়ের পক্ষে, সেই নিরন্তর লড়াইয়ের কথা মনে পড়ে অভিনেত্রীর। —ফাইল চিত্র

বাড়ির অমতেই নিজের কেরিয়ার গড়েছেন। প্রয়োজনে বাড়িও ছেড়েছেন রক্ষণশীল পরিবারের কন্যা শেহনাজ় গিল। তবে আরও এক ধাপ স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর শীঘ্রই। সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন শেহনাজ়। মুক্তির দিন যত এগিয়ে আসছে, আরও বেশি করে চর্চায় নায়িকা। অনেকেই তাঁর ভাগ্য নিয়ে ঈর্ষান্বিত হচ্ছেন। তবে শেহনাজ় সাফ জানালেন, সলমন খান তাঁকে উদ্ধার করেননি, যা কিছু করছেন তা নিজের জোরেই।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ় বললেন, “আমার কেরিয়ার আমারই হাতে। কী ভাবে আমি চলব, জীবনে কী কী করতে চাইব— এর সবটুকুই একান্ত আমার নিজের উপর নির্ভর করছে। এর পর কঠিন পরিশ্রম করব, যাতে সিনেমার প্রস্তাব পাই।” শেহনাজ়ের দাবি, সলমন তাঁকে পর্দায় সুযোগ দিলেন বলে এর পর সব কিছু মসৃণ ভাবে চলবে এমনটা ভাবার কোনও কারণ নেই। পরিশ্রম তাঁকেই করতে হবে। নিজেকে প্রমাণ করার দায় রয়েছে বলেই জানান ‘পঞ্জাবের ক্যাটরিনা’।

শেহনাজ় যখন ‘বিগ বস্ ১৩’-র প্রতিযোগী ছিলেন, তখন সলমনকে বলেছিলেন, “আমি বিজয়ীর পুরস্কার চাই না। শুধু আপনার সঙ্গে কাজ করতে চাই।” শেহনাজ়ের সেই ইচ্ছাই হয়তো পূরণ করেছেন সলমন।

Advertisement

তার আগে অভিনয়ে কেরিয়ার গড়া সম্ভব হয়নি শেহনাজ়ের পক্ষে। সেই নিরন্তর লড়াইয়ের কথা মনে পড়ে অভিনেত্রীর। যখন তাঁকে সিনেমার সেট থেকে বাতিল করা হয়েছিল। অনেকেই বলেছিলেন, “এ তো বাচ্চা! ওকে কী নেব?”

লোকেও তাঁর অভিনয়-প্রতিভা নিয়ে সন্দিহান ছিল। এই সব ঘটনা মনোবল ভেঙে দিতে পারেনি শেহনাজ়ের। তাঁর কথায়, “প্রত্যাখ্যানও গ্রহণ করতে হয়। নিজেকে আরও শক্তিশালী করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে।” বলিউডে আসার আগে পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ়। কিন্তু প্রিমিয়ারে ডাকা হয়নি তাঁকে। এতে খুব ভেঙে পড়েছিলেন, কাঁদতেন। তবে, বলিউডে এসে সে সবের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement