Tunisha Sharma Death Case

জেল থেকে ছাড়া পেয়েছেন, প্রয়াত প্রেমিকা তুনিশার উদ্দেশে কী বললেন শীজ়ান?

তুনিশার মৃত্যুর তিন মাসের মাথায় জেল থেকে ছাড়া পেলেন শীজ়ান, মুক্তি পেতেই মৃত প্রেমিকাকে নিয়ে কী বললেন অভিনেতা?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১২:০৮
Share:

তিন মাস পর জেল থেকে ছাড়া পেয়ে তুনিশার উদ্দেশে যা বললেন শীজ়ান। — ফাইল চিত্র।

গত ২৫শে ডিসেম্বর অভিনেত্রী তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন শীজ়ান খান। তুনিশা শর্মার মৃত্যুরহস্যের সমাধান এখনও হয়নি। তবে জেল হেফাজত থেকে মুক্ত হয়েছেন অভিনেত্রীর প্রেমিক শীজ়ান। ১ লক্ষ টাকার চুক্তিতে জামিন মিলেছে অভিনেতার। জেল থেকে বেরিয়ে তুনিশার কথা শীজ়ানের কণ্ঠে। অভিনেতা বলেন, ‘‘আমি ভীষণ মিস্ করছি তুনিশাকে, বেঁচে থাকলে আজকে আমার জন্য লড়াই করত।’’

Advertisement

গত বছর ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তুনিশার। মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন শীজ়ান, তুনিশার মায়ের এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার হন শীজ়ান। তিন মাসের জেল হেফাজাত, অবশেষে জামিনের আর্জি মঞ্জুর করল মহারাষ্ট্র আদালত। জেলে থেকে ছাড়া পেয়ে অভিনেতা জানান, মুক্তির স্বাদ কী হয় সেটা বুঝলেন। এর পর কী পরিকল্পনা? শীজ়ানের কথায়, ‘‘পরিবারের সঙ্গে থাকব, মায়ের কোলে মাথা দিয়ে শুতে চাই, ভাই-বোনদের সঙ্গে সময় কাটতে চাই ও ভাল খাবার খাব।’’

শীজ়ানের দিদি ফলক নাজ়, যিনি প্রথম দিন থেকে ভাইয়ের পক্ষে লড়ে গিয়েছেন, শীজ়ানের মুক্তিতে খুশি। তাঁর কথায়, ‘‘ভীষণ খুশি আমি। অবশেষে ও মুক্ত হয়েছে, এই কঠিন সময় যাঁরা পাশে ছিলেন সকলকে ধন্যবাদ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement