Ranbir Kapoor

Ranbir Kapoor: ক্রেন থেকে নামল পাহাড়প্রমাণ মালা! গলায় পরলেন রণবীর

ছবির প্রচারে এসে অভিনব আপ্যায়ন পেলেন রণবীর কপূর। বিশাখাপত্তনমের রাস্তায় ক্রেন দিয়ে মালা পরানো হল তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৩:১৬
Share:

ছবির প্রচারে এসে অভিনব আপ্যায়ন পেলেন রণবীর কপূর

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' মুক্তির তোড়জোড় চলছে। ছবির প্রচারে মঙ্গলবার বিশাখাপত্তনম এসেছিলেন রণবীর। সাদা পোশাকে হুড খোলা কালো গাড়িতে চেপে জনতার মাঝখানে এলেন যখন, বিশাল এক ক্রেন থেকে নেমে এল ফুলের মালা। মাঝে হাত জোড় করে অভিনেতা, বিপুল আকারের সেই মালার ভার এসে পড়ল গাড়ির উপরে।

Advertisement

এ ভাবেই প্রিয় অভিনেতাকে নিজেদের শহরে অভিনন্দন জানালেন ভক্তরা। পুষ্পবৃষ্টি গোটা রাস্তায়। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করা হতেই নিমেষে ভাইরাল।

আগামী ৭ সেপ্টেম্বর সেই বহু প্রতীক্ষিত দিন। ৫ বছর ধরে নানা ওঠাপড়া শেষে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র। যে ছবিতে প্রথম বার এক সঙ্গে অভিনয় করেছেন 'রণলিয়া'। যদিও বিশাখাপত্তনমে ছবির প্রচারে স্বামীর সঙ্গে আসতে পারেননি আলিয়া। হলিউডে তাঁর প্রথম ছবির কাজে আপাতত দেশের বাইরে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement