Sharukh Khan

শাহরুখ খান তাঁর আগামী প্রজেক্টের শুটিং শুরু করলেন

যশ রাজ ফিল্মসের স্টুডিয়োয় এ দিন অভিনেতাকে দেখা গিয়েছে নতুন বেশে, যা তাঁর আগামী ছবি ‘পাঠান’-এর লুক বলে মনে করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০৬:০৭
Share:

সেই লুক।

ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। শাহরুখ খান তাঁর আগামী প্রজেক্টের শুটিং শুরু করলেন বুধবার থেকে। যশ রাজ ফিল্মসের স্টুডিয়োয় এ দিন অভিনেতাকে দেখা গিয়েছে নতুন বেশে, যা তাঁর আগামী ছবি ‘পাঠান’-এর লুক বলে মনে করা হচ্ছে। কাঁধ অবধি লম্বা চুলের একপাশে বিনুনি করা হেয়ারস্টাইল, চাপ দাড়ি ও সানগ্লাসে এসআরকে-র এই নতুন লুক ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল নভেম্বর থেকেই। ছবিতে রয়েছেন জন আব্রাহামও।

Advertisement

ছবির কাজ নিয়ে মুখ বন্ধ রাখলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন উদ্যোগের কথা জানিয়েছেন শাহরুখ। দিল্লিতে শাহরুখের পৈতৃক বাড়িটি রেনোভেশন করেছেন স্ত্রী গৌরী খান। সেই বাড়িটি হোমস্টে হিসেবে খুলে দিচ্ছেন তাঁরা। তার জন্য এক বহুজাতিক হোমস্টে সংস্থার সঙ্গে চুক্তি করেছেন অভিনেতা। বাড়িটির অন্দরসজ্জা করেছেন গৌরী নিজে। শাহরুখের ছোটবেলা থেকে ফিল্মি জীবনের ছবি দিয়ে বাড়িটি সাজানো হয়েছে। সাধারণ মানুষের কাছে তাঁর জীবনের শরিক হতে পোস্টে আবেদন করেছেন শাহরুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement