Sharmin Segal

‘মঞ্চে অভিনয় করলে সবাই আমায় দেখে হাসত’, ‘হীরামন্ডি’ নিয়ে সমালোচনার মাঝেই বললেন শরমিন

‘আলমজ়েব’ হিসেবে নাকি ঠিক মতো অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেননি শরমিন, এমনটাই দাবি দর্শকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৫:২৯
Share:

শরমিন সেগাল। ছবি-সংগৃহীত।

‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করার পর থেকেই ট্রোলিং-এর মুখে পড়তে হচ্ছে অভিনেত্রী শরমিন সেগালকে। ‘আলমজ়েব’ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে সঞ্জয় লীলা ভন্সালীর এই সিরিজ়ে। কিন্তু এই প্রথম নয়। ক্যামেরার সামনে আসার বহু আগে অভিনয়ের জন্যই তাঁক নিয়ে নাকি নানা রসিকতা হয়েছিল। আর তাই কখনওই অভিনেত্রী হতে চাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন শরমিন।

Advertisement

‘আলমজ়েব’ হিসেবে নাকি ঠিক মতো অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেননি শরমিন, এমনটই দাবি দর্শকের। কলেজে পড়ার সময়ও এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। শরমিন বলেছেন, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটকে অভিনয় করা শুরু করি। তখন থেকেই আমার মাথায় অভিনয়ের পোকা বাসা বাঁধে। কিন্তু মানুষ আমায় নিয়ে হাসাহাসি করত যখন আমি মঞ্চে উঠতাম। তখন আমার ওজন ছিল ৯৪ কেজি। রুপোলি দুনিয়ায় বাইরের চেহারাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তাই এমন ওজন নিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখাই ভয়ঙ্কর ছিল।’’

ভন্সালী সম্পর্কে মামা হন অভিনেত্রীর। তিনি লক্ষ করেছিলেন, শরমিনের অভিনয় করার ইচ্ছে রয়েছে। শরমিনের কথায়, ‘‘ভন্সালী দেখেছিলেন, আমার মধ্যে অভিনয় শেখার ইচ্ছে আছে। অভিনয়ের স্কুলে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি মামাকে বলি কোনও একটা ছবির জন্য আমার অডিশন নিতে। তিনি তখন ‘মলাল’ ছবির পরিচালক মঙ্গেশের কাছে যেতে বলেন। তিনি মনে করেন, ‘মলাল’-এর জন্য আমিই ঠিক ছিলাম।’’

Advertisement

‘হীরামন্ডি’র জন্য ট্রোলড হলেও, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। তবে এই ওয়েব সিরিজ়ের অন্যান্য অভিনেতারা এই নিয়ে কথা বলেছেন। এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী রিচা চড্ডা বলেছেন, ‘‘আমার মনে হয়, দর্শকদের কথা বলার অধিকার আছে। দর্শক বলবে, তাদের কোনটা ভাল লেগেছে আর কোনটা ভাল লাগেনি। কিন্তু আজকের যুগে যে ভাবে ট্রোল করা হয় বা মিম বানানো হয়, সেটা একটু নিষ্ঠুর। এতটা নির্দয় হতে নেই। কারণ আগামী দিনে এটা আপনার সঙ্গেও হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement