Malaika Arora-Arjun Kapoor break up

‘ওঁরা আর একসঙ্গে নেই’, সম্পর্ক ভাঙল মালাইকা-অর্জুনের! কেন এত দিনের প্রেমে বিচ্ছেদ?

সম্পর্কের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। কিন্তু হঠাৎ ভাঙন তাঁদের মাঝে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৪:১৬
Share:
Malaika Arora and Arjun Kapoor chose to part ways but will continue to maintain respect for each other

মালাইকা-অর্জুনের বিচ্ছেদ। ছবি-সংগৃহীত।

সম্পর্কে ভাঙন বি-টাউনের অন্যতম তারকা জুটি মালাইকা অরোরা ও অর্জুন কপূরের। সম্পর্কের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। কিন্তু হঠাৎ ভাঙন তাঁদের মাঝে। অর্জুন ও মালাইকারই একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তাঁরা।

Advertisement

কী কারণে এত দিনের সম্পর্কে ইতি টানলেন মালাইকা-অর্জুন, তা এখনও স্পষ্ট নয়। এক সূত্রের কথায়, ‘‘মালাইকা ও অর্জুনের সম্পর্ক সত্যিই খুব ভাল ছিল। বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি মনে বিশেষ জায়গা রাখবেন তাঁরা। ওঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেছেন বলেই এই বিষয় নিয়ে তাঁরা চুপ থাকবেন। এই সম্পর্ক নিয়ে ওঁরা অন্য কাউকেই কাটাছেঁড়া করতে দেবেন না।’’

বিগত কয়েক দিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে না মালাইকা-অর্জুনকে। সেই ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ‘‘ওঁদের মধ্যে ভালবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। ওঁরা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। ওঁরা সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।’’

Advertisement

সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন তাঁরা। সূত্রের কথায়, ‘‘বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি একই শ্রদ্ধা বজায় রাখবেন তাঁরা। বহু বছর ধরে ওঁরা এই সম্পর্কে ছিলেন। মালাইকা-অর্জুন আশা করছেন, এই সময়ে তাঁদের কেউ এই বিষয় নিয়ে বিব্রত করবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement