Jab We Met

১৬ বছর পর ফের বড় পর্দায় ‘জব উই মেট’, সিনেমা হলে ভক্তদের উচ্ছ্বাস শাহিদকে ঘিরে

বড় পর্দায় তখন ‘মৌজা হি মৌজা’ গানের দৃশ্য, সাদা শার্ট, ডেনিম, মুখে এক গাল হাসি নিয়ে হলে ঢুকলেন শাহিদ কপূর। রইল অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ভিডিয়ো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৭
Share:

বড় পর্দায় চলছে ‘জব উই মেট’, আচমকা সিনেমা হলে শাহিদ, উচ্ছ্বসিত অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

১৬ বছর পর বড় পর্দায় ফিরল জব উই মেট। গীত ও আদিত্যের যে গল্প ২০০৭ সালে বড় পর্দায় নিয়ে আসেন পরিচালক ইমতিয়াজ আলি, এত বছর পর এল সেই ছবি দেখার সুযোগ। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একাধিক বৈগ্রহিক ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। নেপথ্যে পিভিআর। যার মধ্যে রয়েছে শাহিদ কপূর-করিনা কপূর অভিনীত ‘জব উই মেট’ ছবিটি। সেই ছবির একটি শো-তে আচমকাই হাজির হন শাহিদ। তাঁকে দেখা মাত্রই অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

Advertisement

বড় পর্দায় তখন ‘মৌজা হি মৌজা’ গানের দৃশ্য সাদা শার্ট, ডেনিম, মুখে এক গাল হাসি নিয়ে হলে ঢুকলেন শাহিদ কপূর। আচমকা অভিনেতাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনুরাগীরা, হলে শুধুই শাহিদের নামের ধ্বনি। সামনাসামনি অভিনেতাকে দেখে অনুরাগীদের নিজস্বীর আবদার মেটানো কিংবা গানের তালে পা মেলানো— সবটাই করলেন হাসি মুখে। এত বছর পেরিয়ে গিয়েও এই ছবিকে ঘিরে এমন উন্মাদনা দেখে খুশি শাহিদ। নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন সে দিনের সেই মুহূর্তের ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement