Shahid Kapoor

‘অ্যানিম্যাল পার্ক’-এই দেখা মিলবে ‘কবীর সিংহ’-এর? লাখ টাকার প্রশ্নের জবাব দিলেন শাহিদ

হিন্দি ছবির জগতে সন্দীপ রেড্ডি বঙ্গার প্রথম নায়ক তিনি। ‘কবীর সিংহ’ ছবিতে বঙ্গার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন শাহিদ কপূর। এ বার কি বঙ্গার ‘অ্যানিম্যাল’ ব্রহ্মাণ্ডে পা রাখবেন শাহিদ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১২
Share:

শাহিদ কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কপূর। নিজের মুখশ্রী ও চেহারার জন্য প্রাথমিক ভাবে বলিপাড়ায় ‘চকোলেট বয়’ নামে পরিচিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কপূরের ছেলে। তবে নিজের মেধা, পরিশ্রম ও অভিনয়ের মাধ্যমে সেই তকমা ভেঙে বেরিয়েছেন শাহিদ। এখন বলিউডের অন্যতম বহুমুখী অভিনেতা তিনি। অন্যতম ভরসাযোগ্যও বটে। বলিপাড়ার মূল ধারার অভিনেতাদের মধ্যে তিনিই অন্যতম, যিনি সফল ভাবে আত্মপ্রকাশ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘ফরজ়ি’ হোক বা ‘ব্লাডি ড্যাডি’— গত কয়েক বছরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শাহিদ। এ বার ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবির মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন অভিনেতা। শুধু তাই-ই নয়, আগামী দিনেও একাধিক পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। সেই ছবির তালিকায় কি রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি?

Advertisement

দক্ষিণী পরিচালক বঙ্গার প্রথম হিন্দি ছবির নায়ক ছিলেন শাহিদ। তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি সংস্করণ ‘কবীর সিংহ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ। পরিচালক হিসাবে বঙ্গার প্রথম হিন্দি ছবিই বক্স অফিসে সুপারহিট। প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল ‘কবীর সিংহ’। গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বঙ্গার দ্বিতীয় হিন্দি ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবির নায়ক রণবীর কপূর। ছবির সাফল্যের পর ইতিমধ্যেই ছবির সিক্যুয়েল নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। ২০২৫ সালে শুট শুরু হওয়ার কথা ‘অ্যানিম্যাল পার্ক’-এর। সেই ছবিতে কি দেখা যাবে কবীর সিংহকে? এই প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়েছে আগেই। এত দিনে অনুরাগীদের উৎসাহ মেটালেন শাহিদ।

‘অ্যানিম্যাল’ ব্রহ্মাণ্ডের সঙ্গে ‘কবীর সিংহ’-এর ‘ক্রসওভার’ নিয়ে কথা বলতে গিয়ে শাহিদ বলেন, ‘‘দর্শকের এই উৎসাহ দেখে শিল্পী হিসাবে আমাদের খুব ভাল লাগে। তবে এই সিদ্ধান্তটা আমার হাতে নেই। আর সত্যি বলতে, দুটো ছবির ব্রহ্মাণ্ড একেবারেই আলাদা।’’ তবে কি অনুরাগীদের সব আশায় জল ঢাললেন শাহিদ? অভিনেতার কথায়, ‘‘যদি দুই ব্রহ্মাণ্ডের ক্রসওভার নিয়ে ভাবনাচিন্তা করাও হয়, সেটা কি বাস্তবে আদৌ সম্ভব? কে চিত্রনাট্য লিখবেন? কী ভাবে, কোন টাইমলাইনে গল্প এগোবে? অনেক কিছু নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।’’ তবে ‘অ্যানিম্যাল’ ও ‘কবীর সিংহ’-এর ক্রসওভারের সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেননি শাহিদ। তবে কি সত্যিই আগামী দিনে এক ফ্রেমে ধরা দেবে রণবিজয় ও কবীর? প্রশ্নের ইতিবাচক উত্তর পেতে উৎসুক অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement