ছোট পরদায় অন্তরঙ্গ শাহরুখ

ফিরছেন সঞ্চালনায়। নতুন আইডিয়া নিয়ে কী বললেন বাদশাআন্তর্জাতিক শো টেড টক বলতে গেলে শাহরুখের হাত ধরেই ভারতে আসছে। যেখানে অনেক দিন পর তিনি সঞ্চালকের ভূমিকায়। বিভিন্ন এপিসোডে কোনও নামী ব্যক্তি এসে নানা আইডিয়া নিয়ে কথা বলবেন।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

মুম্বই শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০৯:০০
Share:

স্টার শাহরুখকে সকলেই চেনেন। কিন্তু ব্যক্তি শাহরুখ কেমন, এ প্রশ্নের জবাব এখনও অধরা। স্টার প্লাসের নতুন অনুষ্ঠান টেড টক-এ দর্শক শাহরুখকে পাবেন অন্য অবতারে। অভিনেতা নিজেও সে কথা বলছেন, ‘‘৩০ বছর আগে মুম্বই এসেছিলাম। এখন আমার একটা জায়গা হয়েছে। যথেষ্ট টাকা রোজগার করেছি। কিন্তু নিজেকে সে অর্থে সকলের সামনে তুলে ধরতে পারিনি। টেড টক-এ আমার নিজস্ব সত্তাকে সকলের সামনে তুলে ধরতে পারব।’’

Advertisement

আন্তর্জাতিক শো টেড টক বলতে গেলে শাহরুখের হাত ধরেই ভারতে আসছে। যেখানে অনেক দিন পর তিনি সঞ্চালকের ভূমিকায়। বিভিন্ন এপিসোডে কোনও নামী ব্যক্তি এসে নানা আইডিয়া নিয়ে কথা বলবেন। গুগলের কর্ণধার সুন্দর পিচাই, কর্ণ জোহর, জাভেদ আখতার, একতা কপূর, ক্রিকেটার মিতালি রাজের মতো ব্যক্তিত্বকে শোয়ে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আপাতত শোয়ের প্রি-প্রোডাকশন চলছে। সামনের বছরের গোড়ায় টেলিকাস্টের কথা।

শাহরুখের মতে, নিজের কেরিয়ারে এর চেয়ে অভিনব কোনও কাজ তিনি করেননি। নিজেও বিদেশে টে়ড টকে অতিথি হিসেবে গিয়েছেন। ‘‘টেড টক অনেক দিন ধরেই ফলো করি। তবে এই মুহূর্তে আমি নার্ভাস। কারণ যাঁদের সামনে গিয়ে কথা বলব, তাঁরা আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান।’’ এই শোয়ের অভিনবত্ব হল, ছোট ছোট আইডিয়া থেকে কী ভাবে নতুন কিছু শুরু করা যায়, তার একটা ধারণা পাওয়া যাবে।

Advertisement

অনুষ্ঠানের ঘোষণায় এসে নিজের ছোটবেলার গল্প করছিলেন তিনি, ‘‘মা-বাবা, শিক্ষকেরা ছোটবেলা থেকেই আমাকে এমন ভাবে তৈরি করেছেন যে, সব বিষয় নিয়ে আমার আগ্রহ তৈরি হয়েছে। কোনও কিছুর অর্থ বুঝতে না পারলে খুঁতখুঁত করি। তবে অনেক সময় কিছু বুঝতে না পারলেও বোঝার ভান করি (হাসি)! ’’

কিন্তু আইডিয়া শেয়ারের বিষয়টা কতটা ফলপ্রসূ হবে? শাহরুখের বক্তব্য, ‘‘অনেক সময়ে আমরা নিজেদের আইডিয়া নিয়ে কথা বলি না। লজ্জা পাই। আমার সঙ্গেও এটা হয়েছে। কিন্তু কিছু বছর বাদে যখন আমরা পিছনে ফিরে তাকাই, তখন মনে হয়, কেন সকলের সঙ্গে আইডিয়াগুলো শেয়ার করিনি। এখানে সেই জিনিসগুলো করা যাবে।’’ শাহরুখ মানেই সব কথার পিছনে লুকিয়ে থাকবে কোনও মজা। সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে করতে বলে উঠলেন, ‘‘একটা আইডিয়া অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হল শ্যুটিংয়ের কল টাইমে কী ভাবে আরও দেরি করা যায় (হাসি)!

শাহরুখ ছাড়াও ছোট পরদায় সলমন খান আর অক্ষয়কুমার সঞ্চালনা করছেন। তাই যথারীতি একটা তুলনা আসবেই। শাহরুখ নিজের ভঙ্গিতেই সেটা পাশ কাটিয়ে গেলেন, ‘‘সলমন, অক্ষয়ের সঙ্গে আমার কোনও প্রতিযোগিতাই নেই। ওরা খুব ভাল হোস্ট করছে। আর টেড টক ওদের শোয়ের চেয়ে একেবারেই আলাদা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement