শুরুটা হয়েছিল ছোটপর্দা থেকেই। দূরদর্শনে অ্যাঙ্কারিং হোক বা ‘ফৌজি’, ‘সার্কাস’-এর মতো সিরিয়ালে অভিনয়— এ ভাবেই কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ খান। বড়পর্দায় নায়ককে দেখে মুগ্ধ সকলে। কিন্তু মুগ্ধতা আরও বাকি আছে বৈকি। কারণ এতদিনে সামনে এল শাহরুখ অভিনীত প্রথম শর্টফিল্ম।
১৯৯১ সালে দীনেশ লক্ষ্মণপালের তৈরি শর্টফিল্মে ‘মহান কর্জ’-এ অভিনয় করেছিলেন বলি বাদশা। সেই ভিডিও এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। ১৭ মিনিটের ছবিতে হেসেছেন, কেঁদেছেন এমনকী আত্মহত্যা করতেও দেখা গিয়েছে শাহরুখকে। কিন্তু একটা জিনিস মিসিং। সেটা কী বলুন তো? রোম্যান্স। রোম্যান্টিক শাহরুখকে দেখা যায়নি এ ছবিতে। এ ছবিতে এক রাজার কোষাধ্যক্ষের ভূমিকায় অভিনয় করেছিলেন নায়ক। এর পরই বড় পর্দায় অভিনয়ের সিদ্ধান্ত নেন। আপনিও দেখুন শাহরুখের সেই প্রথম শর্টফিল্ম।
আরও পড়ুন, প্রকাশ্য রাস্তায় ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে গ্রেফতার অভিনেতা