Shah Rukh Khan

ভৌতিক প্রচার

এ হেন ভূতের ছবি শুট করে পাঠাতে হবে শাহরুখকে। সেই সব ছবির মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা তিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২০ ০০:১৩
Share:

শাহরুখ

এই মাসেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের প্রোডাকশন হাউসের নতুন সিরিজ় ‘বেতাল’। ট্রেলার মুক্তির পর থেকেই তা আলোড়ন ফেলেছে নেট-দুনিয়ায়। আর এই সিরিজ়ের প্রচারের জন্য অভিনব আইডিয়া নিয়ে হাজির কিং খান। ভক্তদের বাড়িতেই হরর ফিল্ম শুট করার আবেদন জানিয়েছেন শাহরুখ। অনেক সময়েই বাড়ির আনাচকানাচে ভূতুড়ে আলোছায়া খেলা করে। বাড়ির স্টোর রুমে বা খাটের তলায় অনেক পুরনো জিনিস পড়ে থাকে, যা স্পুকি আইটেম হিসেবে ব্যবহার করা যায়, বলে টিপ্‌সও দিয়েছেন অভিনেতা।

Advertisement

এ হেন ভূতের ছবি শুট করে পাঠাতে হবে শাহরুখকে। সেই সব ছবির মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা তিন। তাঁদের সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলবেন শাহরুখ। এর মাঝেই তিনি নিজেও নিজের বাড়িতে একটি ভূতুড়ে ছবি শুট করবেন বলে জানিয়েছেন।

অন্য দিকে শাহরুখের টিম টিকেআর (ট্রিনবাগো নাইটরাইডার্স) ত্রিনিদাদ ও টোবাগো দ্বীপে গরিবদের মধ্যে প্রায় ১০০০ ফুড হ্যাম্পার বিতরণ করেছে।

Advertisement

আরও পড়ুন:পনেরো বছর বয়স থেকে কাজ করছি, ছবি ফ্লপ করলেও থামিনি: সলমন

আরও পড়ুন: জন্মের আগেই মৃত্যু বাবার, অতীতের এই কেটারিং-কর্মী এখন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement