সইফের পরিস্থিতির খবর শুনে কী করলেন শাহরুখ? ছবি: সংগৃহীত।
নিরাপত্তা নিয়ে চিন্তিত গোটা বলিউড। বুধবার মধ্যরাতে সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতীদের হামলা নিয়ে ত্রস্ত মুম্বইয়ের টিনসেলটাউন। এ দিন সইফের উপর পর পর ছ’বার ছুরিকাঘাত করা হয় বলে জানা যাচ্ছে। গুরুতর চোট পেয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তবে তিনি এখন বিপন্মুক্ত। জানা যাচ্ছে, সইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাচ্ছেন শাহরুখ খান।
সইফের সঙ্গে শাহরুখের দীর্ঘ দিনের বন্ধুত্ব। ‘কল হো না হো’র মতো ছবিতে একসঙ্গে কাজও করেছেন শাহরুখ ও সইফ। তার পর থেকেই দু’জনের ঘনিষ্ঠ সম্পর্ক। সইফ-জায়া অর্থাৎ করিনা কপূর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডের বাদশাহ। তাই বন্ধুর বিপদের খবর শুনেই তিনি সোজা হাসপাতালে। লীলাবতী হাসপাতালের সামনে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের গাড়ির ছবি। যদিও ছবিশিকারিদের সামনে আসেননি শাহরুখ।
সইফের খবর প্রকাশ্যে আসার পরে উদ্বেগে গোটা বি টাউন। অনুরাগীরাও এই খবরে ত্রস্ত। তাঁদের প্রশ্ন, কী ভাবে সইফের মতো তারকার বাড়িতে এই ভাবে দুষ্কৃতীরা ঢুকে পড়ে হামলা চালাতে পারে! নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে সইফের পরিবারের বাকিরা ঠিক আছেন বলে জানানো হয়েছে করিনার সহযোগী দলের পক্ষ থেকে।
করিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “করিনা ও সইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।”