আকাশের নতুন রং

রাশভারী উজান এখনও ভাবে, তার পেশায় আবেগ দেখানো দুর্বলতার লক্ষণ। আবার কঠিন রোগে আক্রান্ত হিয়া মন খুলে বাঁচতে চায়। শন বললেন, ‘‘আমার কাছে চরিত্রটি সম্পূর্ণ নতুন নয়। চ্যালেঞ্জ রয়েছে। সিরাজউদৌল্লার চরিত্রের সঙ্গে উজানের একটা বিষয়ে মিল রয়েছে। লাভ লাইফ নেই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

অনামিকা ও শন

ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’-এর দ্বিতীয় সিজ়ন। পাল্টে গিয়েছে মুখ্য চরিত্র উজান ও হিয়ার মুখ। উজানের চরিত্রে শন বন্দ্যোপাধ্যায় ও হিয়ার চরিত্রে অনামিকা চক্রবর্তী। এর আগে শন ও অনামিকা একটি টেলিফিল্মে কাজ করেছিলেন।

Advertisement

ছোট পর্দার অন্যতম পছন্দের জুটি ছিল উজান ও হিয়া। সেই জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে গিয়ে কি বাড়তি চাপ অনুভব করছেন অনামিকা? ‘‘অপরাজিতাদি (ঘোষ দাস) যা করে গিয়েছেন, তার সঙ্গে তুলনার প্রশ্নই ওঠে না। আমি আমার মতোই করব।’’ মুখ বদলালেও উজান ও হিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য বদলায়নি। রাশভারী উজান এখনও ভাবে, তার পেশায় আবেগ দেখানো দুর্বলতার লক্ষণ। আবার কঠিন রোগে আক্রান্ত হিয়া মন খুলে বাঁচতে চায়। শন বললেন, ‘‘আমার কাছে চরিত্রটি সম্পূর্ণ নতুন নয়। চ্যালেঞ্জ রয়েছে। সিরাজউদৌল্লার চরিত্রের সঙ্গে উজানের একটা বিষয়ে মিল রয়েছে। লাভ লাইফ নেই।’’

সিরিয়ালের চরিত্র এক থাকলেও প্লট বদলাচ্ছে এ বার। ‘আমি সিরাজের বেগম’ দিয়ে ডেবিউ করেছিলেন সুপ্রিয়াদেবীর নাতি শন। তবে শিল্পীদের টাকা না মেটানোর অভিযোগে বন্ধ হয়ে যায় েসটি। ‘রাজযোটক’, ‘ফুলমণি’ ধারাবাহিকে অভিনয় করেছেন অনামিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement