Sayantani Guhathakurata

Awaiting: অপেক্ষার গল্প বলবে ‘অ্যাওয়েটিং’, মুক্তি পেল প্রচার ঝলক

১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম-দিবসে ‘মোজোপ্লেক্স’ নামে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। সুনন্দার চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৮
Share:

নজর কেড়েছে সায়ন্তনী-সাহিলের রসায়ন।

সম্প্রতি 'অ্যাওয়েটিং' ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান হল। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক অর্ণব মিদ্যা, সায়ন্তনী গুহঠাকুরতা, সাহিল ফুল, অনুষা বিশ্বনাথন-সহ অনেকে।

Advertisement

সাহিল পেশায় সেনা আধিকারিক। কাজের জন্য বাড়ি থেকে দূরে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানোর অবকাশ তার নেই। স্ত্রী সুনন্দার সঙ্গেও সংসার করা হয়নি গুছিয়ে। অথচ সাহিলের অনুপস্থিতিতে সংসারই সুনন্দার ধ্যান-জ্ঞান। হাঁটাচলায় অক্ষম ননদ দিয়াকেও যত্নে আগলায় সে। বাড়ির চার দেওয়ালের ঘেরাটোপেই নিজের পৃথিবী সাজায়। সুনন্দার সেই সাজানো পৃথিবীতেই একদিন ঢুকে পড়ে সোম। সাহিলের ছোটবেলার বন্ধু। তার পরেই ধীরে ধীরে বদলাতে থাকে সম্পর্কের সমীকরণ। বদলায় সুনন্দাও। সে কি শেষ পর্যন্ত অপেক্ষা করে সাহিলের জন্য? নাকি নিজের জন্য বেছে নেয় নতুন জীবন?

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তারকারা।

এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে পরিচালক অর্ণব মিদ্যার ‘অ্যাওয়েটিং’। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে ‘মোজোপ্লেক্স’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। সুনন্দার চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে। সাহিলের ভূমিকায় সাহিল ফুল। দিয়া এবং সোমের চরিত্রে যথাক্রমে অনুষা বিশ্বনাথন এবং ঈশান মজুমদার।

Advertisement

ইতিমধ্যেই ছবিতে ইমন চক্রবর্তীর কণ্ঠে ‘রংবাহারি’ গানটি অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। একই সঙ্গে নজর কেড়েছে সায়ন্তনী-সাহিলের রসায়ন। আপাতত ভালবাসার দিনে ভালবাসার গল্প বলায় অপেক্ষায় ‘অ্যাওয়েটিং’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement