সায়নী গুপ্ত।
কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সায়নী গুপ্ত। মানুষকে সাহায্য করতে নেটমাধ্যমকে কাজে লাগিয়ে দিনরাত হাসপাতালের শয্যা, নানা ধরনের ওষুধের খোঁজ দিয়েছেন তিনি।
চারদিক থেকে নানা দুঃসংবাদ মনে ভয় সৃষ্টি করেছিল অভিনেত্রীর। তিনি বলেন, “আমি প্রত্যেক দিন প্রার্থনা করি, যাতে কোনও রকম দুঃসংবাদ আমার কাছে না আসে। ফোন বাজলেই আমি ভয় পেয়ে যেতাম। এ ভাবেই একদিন আমি পুরোপুরি ভাবে মনোবল হারাতে বসেছিলাম।”
তবে নেটমাধ্যমে সক্রিয় থাকায় সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। এই কঠিন সময়ে তাঁদের সঙ্গেও তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন সায়নী। তাঁর কথায়, “আমরা তখন একে অন্যকে নানা ধরনের তথ্য দিয়ে সাহায্য করতাম। দিন রাত সবার সঙ্গে সবার কথা হত।”