পুজোর কলকাতায় খুনের কিনারায় ‘সত্যান্বেষী ব্যোমকেশ’!

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ওই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘যকের ধন’ খ্যাত সায়ন্তন ঘোষাল। এর আগে ওয়েব সিরিজে সায়ন্তনের বানানো ব্যোমকেশ দর্শক মহলে কুড়িয়েছিল এক গুচ্ছ প্রশংসা। নাম ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে। তবে এই ছবিতে নেই অনির্বাণ। পরমব্রত এই প্রথম বার ব্যোমকেশ। সঙ্গী অজিতের ভূমিকায় রুদ্রনীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৮
Share:

‘সত্যান্বেষী ব্যোমকেশ’।

সত্তরের ঝোড়ো সময়। এক দিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অন্য দিকে ঘনীভূত হচ্ছে নকশাল আন্দোলন। ঠিক সেই সময়েই শহরে ঘটে যায় একটি ভয়াবহ ঘটনা। খুন হন হিনা মল্লিক। কে তিনি? কী-ই বা তাঁর পরিচয়? কে খুন করে তাঁকে? আর কেনই বা তাঁর খুনকে কেন্দ্র করে কেঁপে ওঠে শহর কলকাতা? সিনেমার নাম,‘সত্যান্বেষী ব্যোমকেশ’। সোমবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার।

Advertisement

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ওই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘যকের ধন’ খ্যাত সায়ন্তন ঘোষাল। এর আগে ওয়েব সিরিজে সায়ন্তনের বানানো ব্যোমকেশ দর্শক মহলে কুড়িয়েছিল এক গুচ্ছ প্রশংসা। নাম ভূমিকায় দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে। তবে এই ছবিতে নেই অনির্বাণ। পরমব্রত এই প্রথম বার ব্যোমকেশ। সঙ্গী অজিতের ভূমিকায় রুদ্রনীল। চমকের শেষ নয় এখানেই। ছবিতে রয়েছেন অঞ্জন দত্তও। তবে এ বার অন্য ভূমিকায়। ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি।

কিন্তু ব্যোমকেশের ভূমিকায় পরমব্রতকে বাছা হল কেন? পরিচালক বললেন, “আমি যখন এই প্রজেক্টে ঢুকি তার আগে থেকেই প্রযোজক, নির্মাতারা পরমদাকে নিয়ে ভাবতে শুরু করেছিল। আমাকে ব্যাপারটা জানানো হলে আমিও বেশ এক্সসাইটেড হয়ে পড়ি। এই নিয়ে তিন তিনটি ছবি করেছি পরমদার সঙ্গে। আর তা ছাড়া যাঁরা ব্যোমকেশ করে ফেলেছেন তাঁদের নিয়ে আর করার ইচ্ছা ছিল না। তাই পরমদাকে নেওয়া।” ব্যোমকেশকে নিয়ে মানুষের তো কৌতূহলের শেষ নেই। বেশ কিছু বছর ধরে ওই বিশেষ গোয়েন্দা চরিত্রকে নিয়ে বিভিন্ন পরিচালক নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন। সায়ন্তনের কাছে পছন্দের ‘ব্যোমকেশ’ কে? সায়ন্তনের সটান উত্তর, ‘রজিত কপূর’। পরিচালনা করতে গিয়ে কোথাও না কোথাও ‘পরিচালক’ অঞ্জন দত্তের সঙ্গে মতের সংঘাত হয়নি? সায়ন্তন বললেন, “ইন্টারফেয়ারেন্স একেবারেই ছিল না। তবে মতবিরোধ হয়েছে, অন সেটেও হয়েছে। কিন্তু তা খুবই হেলদি।”

Advertisement

ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করে উচ্ছ্বসিত পরমব্রতও। পরিচালক হিসেবে সায়ন্তনেরও গুণমুগ্ধ তিনি। বললেন, “অঞ্জনদা যখন বানিয়েছেন ব্যোমকেশ, একদমই দর্শনের জায়গা থেকে বানিয়েছেন। সেই দর্শনের জায়গাটা যখন খেই হারিয়েছে অঞ্জনদা ধরিয়ে দিয়েছেন। সায়ন্তনের এক রকম শুটিং স্টাইল রয়েছে, রয়েছে আলাদা ক্যামেরা টেকনিকও। অঞ্জনদা হয়তো কোনওসময় জিজ্ঞাসা করেছেন,‘এই শটটা এখানে নিচ্ছ!’ কিন্তু সায়ন্তনের পরিচালক সত্ত্বায় কোনওদিনও বাধা হয়ে দাঁড়াননি।” জানা গেল, এই ছবিতে উন্মোচিত হবে ব্যোমকেশের রাজনৈতিক মতাদর্শও। ব্যোমকেশ শুধু গোয়েন্দা নন, রাজনৈতিক ভাবে সচেতন এই ব্যোমকেশ অপেক্ষাকৃত তরুণ, সজীবতায় ভরা। সত্যবতীকিথাকবেন এই ছবিতে?সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকেও। হিনা মল্লিক, যাকে নিয়ে রহস্যের সূত্রপাত, সেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আয়ুষী তালুকদার।

আরও পড়ুন-‘না’ মানে যে ‘না’-ই হয়, তা অনেকেই বুঝতে চান না : তাপসী

আরও পড়ুন-বয়ফ্রেন্ডের সঙ্গে বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন সুস্মিতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement