Neena Gupta

Neena Gupta: ‘বলে দিও, সন্তান আমার’, অন্তঃস্বত্ত্বা নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। ১৯৮৯ সালে জন্ম তাঁদের কন্যা মাসাবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ২১:৪২
Share:

নীনা গুপ্ত এবং সতীশ কৌশিক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। ১৯৮৯ সালে জন্ম তাঁদের কন্যা মাসাবার।

অন্তঃস্বত্ত্বা থাকাকালীন নীনা গুপ্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা সতীশ কৌশিক। অভিনেত্রীর কাছের বন্ধু ছিলেন সতীশ। সেই সময় নীনার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন অভিনেতা।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। ১৯৮৯ সালে জন্ম হয় তাঁদের কন্যা মাসাবার। কিন্তু ভিভ বা নীনা কেউই বিয়ের বন্ধনে নিজেকে জড়াতে চাননি। কিংবদন্তি ক্রিকেটার আগে থেকেই বিবাহিত ছিলেন। সে রকম একটা পরিস্থিতিতে মাসাবাকে পিতৃপরিচয় দিতে চেয়েছিলেন সতীশ। নীনাকে আশ্বাস দিয়ে তিনি বলেছিলেন, “চিন্তা কোরো না। তোমার সন্তান যদি শ্যামবর্ণ হয়, তুমি বলে দিও, সে আমার। আমি আর তুমি বিয়ে করে নেব। কেউ কিছু সন্দেহ করবে না।”

নীনার জীবনের এই অধ্যায়ের কথা রয়েছে তাঁর আত্মজীবনীতে। যার নাম তিনি রেখেছেন ‘সচ কহুঁ তো’। বিতর্কিত ব্যক্তিগত জীবন থেকে ৮০-র দশকের মুম্বই, বলিউডের রাজনীতি, কাস্টিং কাউচের মতো বিষয়ও রয়েছে এই বইতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement