বিদেশ থেকে ফেরার পর সারার লুকে বদল দেখে চমকে গিয়েছিলেন অমৃতা সিংহ।
প্রথম ছবি। আর সে ছবি দিয়েই দর্শকের মনে পাকা জায়গা করে নিতে শুরু করে দিয়েছেন সারা আলি খান।
মা বাবার মতোই একসময়ে বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখতেন সইফ-অমৃতার কন্যা। মা অমৃতা সিংহকে সে কথা জানিয়েওছিলেন ‘কেদারনাথ’-এর অভিনেত্রী। আর সে কথা শোনা মাত্র প্রথমেই সারাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন অমৃতা।
বলিউডে পা রাখার আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সারা। আর সেই সময়েই বলিউডে অভিনয় করার পোকা কিলবিল করছিল তাঁর মাথায়। কিন্তু এ দিকে আবার অন্য বিপদ। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন নবাগতা এই অভিনেত্রী। এমন রোগে আক্রান্ত হওয়ার কারণে সারার ওজন সে সময়ে ছিল ৯৬ কেজি। সেই সারাই দেড় বছরের মধ্যে ওজন কমিয়ে ছিপছিপে গড়নে চমকে দিয়েছিলেন তাঁর মাকেও।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সারি আলি খান বলছেন, ‘‘ ছোটবেলা থেকেই আমি একটু চাবি টাইপস। আমেরিকায় পড়তে গিয়ে প্রথম দু’বছরে আমার ওজন আরও বেড়ে যায়। তবে শেষ বছরটায় আমি বেশ খানিকটা ওজন ঝরিয়ে ফেলি।’’
আরও পড়ুন: ঈশা অম্বানীর বিয়েতে আসছেন মমতা? আর কে আসছেন জানেন?
কিন্তু ৯৬ কেজি ঝরিয়ে এক্কেবারে বলিউডে ডেবিউ?
সারার উত্তর, ‘‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট— এই সব কিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’’
কিন্তু এই রোগা হয়েও যে বিড়ম্বনা হবে তা আঁচ করতে পারেননি সারা আলি। আমেরিকা থেকে মুম্বই আসার সময়ে এয়ারপোর্টে তাঁকে চিনতেই পারেননি অমৃতা সিংহ। সারা বললেন, ‘‘আমার স্যুটকেসটা দেখে মা আমাকে চিনতে পেরেছিল, এতটাই বদলে গিয়েছিল আমার লুক।’’
আরও পড়ুন: বিদেশি মিডিয়াগুলোর নজরও এখন ঈশা অম্বানির বিয়েতে! কেন বলুন তো?
‘কেদারনাথ’-এ তাক লাগানোর পর সারা ফের তৈরি ‘সিম্বা’ নিয়ে। সামনের সপ্তাহেই মুক্তি পাবে রণবীর সিংহের সঙ্গে সারার দ্বিতীয় ছবি।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)