সারা ও অক্ষয়।
সারা আলি খানের বিপরীতে দেখা যেতে পারে অক্ষয়কুমারকে। আনন্দ এল রাইয়ের আগামী প্রজেক্ট সই করেছেন সারা, যে প্রজেক্টের কাস্টে নাকি যোগ দিতে চলেছেন অক্ষয়। ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার ধনুষকেও। এই তিন জনকে ঘিরেই দানা বাঁধবে প্রেমের গল্প। এর আগে সারার বিপরীতে হৃতিক রোশনকে কাস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছিল নির্মাতাদের তরফে। কিন্তু অ্যাকশন, বায়োপিক জঁরে পরপর হিটের মুখ দেখে হৃতিক নাকি এখনই রোম্যান্টিক ছবি হাতে নিতে চাইছেন না। তাই অফার এখন অক্ষয়ের কোর্টে। সারা-অক্ষয়ের জুটি দানা বাঁধল কি না, তা সময়ই বলবে।