ছবিতে সোনি
হয়তো কাকতালীয়, কিন্তু ‘মেমরিজ় ইন মার্চ’-এর আট বছর পরে সঞ্জয় নাগের প্রথম হিন্দি ছবি ‘ইয়োর্স ট্রুলি’র প্রিমিয়ারও হতে চলেছে বুসান চলচ্চিত্র উৎসবে। বুসানের উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে দেখানো হবে ছবিটি। ‘ইয়োর্স ট্রুলি’তে সোনি রাজদান, পঙ্কজ ত্রিপাঠী, অহনা কুমরাকে দেখা যাবে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন মহেশ ভট্টও। অনেক দিন পরে সোনি-মহেশ একসঙ্গে পর্দায়। ছবিটি হিন্দিতে হলেও গল্পের প্রেক্ষাপট বাংলা। সোনি রাজদানের চরিত্রটির নাম মিঠি। যে রেলের অজানা এক ঘোষককে চিঠি লেখে। তার সঙ্গে মনে মনেই কথোপকথন চালায়। সেই চিঠির প্রাপককে ঘিরে একটা ছোট্ট চমক রেখেছেন সঞ্জয়। বুসান ছাড়াও অন্যান্য ফেস্টিভ্যালে ছবিটি দেখানোর ইচ্ছে রয়েছে পরিচালকের। আর রিলিজ়ের ভাবনা? ‘‘ইচ্ছে আছে। এ বার দেখা যাক। এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ছবি রিলিজ় করতে তো একটু সমস্যা হয়ই। সে রকম হলে অনলাইন প্ল্যাটফর্মেই না হয় রিলিজ় করে দেব,’’ বক্তব্য সঞ্জয়ের।