বই লিখলেন সঞ্জয়, মু্ক্তি পেয়ে বানাতে চান ছবি

এ বার বই লেখার কাজে হাত দিলেন সঞ্জয় দত্ত। ইয়েরওয়াড়া জেলে তাঁর সহবন্দীর জীবন কাহিনি নিয়ে বই লিখেছেন তিনি। নিজের লেখা বই সেলুলয়েডে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে সঞ্জয়ের। ছবির নাম হতে চলেছে তুরঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬ ১৭:১২
Share:

এ বার বই লেখার কাজে হাত দিলেন সঞ্জয় দত্ত। ইয়েরওয়াড়া জেলে তাঁর সহবন্দীর জীবন কাহিনি নিয়ে বই লিখেছেন তিনি। নিজের লেখা বই সেলুলয়েডে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে সঞ্জয়ের। ছবির নাম হতে চলেছে তুরঙ্গ।

Advertisement

কেরিয়ারের শুরুতেই খলনায়ক তকমা জুড়ে গিয়েছিল তাঁর নামের সঙ্গে। এরপর অনেক জল গড়িয়ে গিয়েছে তাঁর জীবনে। ধীরে ধীরে খলনায়ক, ভাই তকমা কাটিয়ে গাঁধীবাদী মু্ন্নাভাই পরিচয় পেয়েছেন তিনি। এরপরও অপরাধের সাজা খাটতে তাঁকে যেতে হয়েছে জেলে। সেখান থেকেই এ বার নতুন পরিচয় নিয়ে বেরোচ্ছেন সঞ্জয়।

এর আগে জেলে স্বাধীনতা দিবস উদযাপনের নাটকের চিত্রনাট্যও লিখেছিলেন সঞ্জয়। যদিও কোনও এক অজ্ঞাত কারণে সে নাটক মঞ্চস্থ হয়নি। জেলে বন্দীদের অভিনয়ও শেখাতেন তিনি। আগামী মাসেই জেল থেকে ছাড়া পেতে চলেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: হিট অ্যান্ড রান মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ সলমন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement