nusrat jahan

Sandy Saha: ইউভানের থেকে বেশি জনপ্রিয় হবে নুসরতের সদ্যোজাত: স্যান্ডি

ঘণ্টা কয়েক আগে যশ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিজের উপর ভরসা রাখো।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:০৪
Share:

নুসরত জাহান এবং স্যান্ডি সাহা

নুসরত জাহান মা হয়েছেন জানার পর থেকেই মিশ্র অনুভূতি জাগছে ইউটিউবার স্যান্ডি সাহার মনে। এক দিকে নুসরতের সন্তান জন্মের খবরে খুশি তিনি। অন্য দিকে যশ দাশগুপ্তর কথা মনে পড়ে কষ্ট হচ্ছে তাঁর।

Advertisement

স্যান্ডি বললেন, ‘‘যে যাই বলুক আমি জানি নুসরতের সন্তানের বাবা আসলে যশই। পুরো সময়টায় নুসরতকে আগলে আগলে রেখেছিলেন তিনি। নিজের সন্তান না হলে এটা করতেন না যশ।’’

যশকে আসলে ভালবাসেন স্যান্ডি। এ কথা বহু মাস আগেই আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তিনি। ফের সে কথা মনে করিয়ে দিয়ে বললেন, ‘‘এক দিকে আমি মাসি হলাম, অন্য দিক থেকে আবার সন্তানের সৎ মা-ও আমি। তাই আনন্দ আর একটু কষ্ট সবই হচ্ছে। তবে হ্যাঁ, সন্তানের সৎ মা হওয়ায় তার যত্ন করতে চাই।’’

Advertisement

স্যান্ডির মতে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ছেলে ইউভানকে ‘টলিউডের তৈমুর’ (সইফ আলি খান এবং করিনা কপূর খানের বড় ছেলে তৈমুর আলি খান) বলা হয়। কিন্তু নুসরতের সন্তান ইউভানের জনপ্রিয়তা কেড়ে নেবে। মায়ের পেটে থাকাকালীন যে পরিমাণ কথা হয়েছে নুসরতের সন্তানকে নিয়ে, তা দেখে স্যান্ডির বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে, ইউভানকে বলে বলে গোল দেবে নুসরত-পুত্র। স্যান্ডি অবশ্য দুই শিশুর মধ্যে তুলনা করতে চান না, কিন্তু সৎ মা বলে নুসরতের সন্তানের ক্ষেত্রে একটু বেশিই পক্ষপাতদুষ্ট।

প্রসঙ্গত, ইতিমধ্যেই তিনি যশের একটি ছবির তলায় নিজের আনন্দের কথা জানিয়েছেন। ঘণ্টা কয়েক আগে যশ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিজের উপর ভরসা রাখো।’ তার তলায় জ্বলজ্বল করছে ইউটিউবারের মন্তব্য, ‘আমি আজ মাসি হলাম।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement