Sana Khan

বলিউড ত্যাগ করেছিলেন মানবসেবার টানে, বিয়ে করলেন অভিনেত্রী সানা খান

বলিউডের এক বিখ্যাত পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৩:০২
Share:

সানা খান।

নতুন জীবনে পা রাখলেন সানা খান। গুজরাটের মুফতি অনসের সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী। একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সব রকম রীতিনীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা।

বলিউডের এক বিখ্যাত পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, সানার পরনে একটি সাদা রঙের গাউন। তাঁর স্বামীও স্ত্রীয়ের পোশাকের সঙ্গে রং মিলিয়ে সাদা রঙের পাঞ্জাবি-পাজামা পরেছেন। দু’জনকে একসঙ্গে কেকও কাটতে দেখা গিয়েছে ভিডিয়োতে। এ দিন স্বামীর সঙ্গে একটি ছবি ইনস্টগ্রামে পোস্ট করেন সানা।

কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন সানা খান। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তার পর ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়োতে প্রাক্তন প্রেমিকের নামে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন সানা। তিনি বলেছিলেন, একের পর এক শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মেলভিন।

Advertisement

আরও পড়ুন: শাড়ির কুঁচিতে জাতীয় পতাকায় বিতর্ক, দীর্ঘ অপেক্ষার পরে কন্যাসন্তান দত্তক নিয়ে সাধপূরণ করেন মন্দিরা

A post shared by Sayied Sana Khan (@sanakhaan21)

Advertisement


গত অক্টোবরে ১৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে ইতি টানলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানালেন সানা। নিজের টুইটার এবং ফেসবুক পেজেও সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান বলে জানান। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘ইহলোকে আল্লাহের আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। তাই আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব। সবাই প্রার্থনা করুন, আল্লাহ্‌ যাতে আমাকে পথ দেখান এবং মানুষকে সেবা করার শক্তি জোগান’।

আরও পড়ুন: ভারতী সিংহের পর মাদককাণ্ডে গ্রেফতার হলেন তাঁর স্বামীও

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement