Actor Death

হাতে যথেষ্ট কাজ নেই, নিজেকে শেষ করলেন অবসাদগ্রস্ত জনপ্রিয় অভিনেতা

‘অগ্নিসাক্ষী’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। মাত্র ৩৫ বছর বয়সে নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৬:০৯
Share:

অবসাদে ভুগছিলেন! নিজেকে শেষ করে দিলেন অভিনেতা। ছবি: সংগৃহীত।

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। আত্মঘাতী হলেন কন্নড় টেলি দুনিয়ার অভিনেতা সম্পথ জে রাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫। ‘অগ্নিসাক্ষী’ সিরিয়ালে অভিনয় করে প্রচারের আলোয় আসেন সম্পথ। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রী বালাজি ফটো স্টুডিয়ো’। ছবির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথের মৃত্যু সংবাদ জানান। বেঙ্গালুরুর নেলামঙ্গলার বাসিন্দা সম্পথ জে রাম। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া মেনে এসেছে কন্নড় ছবির ইন্ডাস্ট্রিতে।

Advertisement

গত বছরই বিয়ে করেন সম্পথ। পরিবার সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই হাতে কাজ ছিল না অভিনেতার। তিনি নাকি অবসাদে ভুগছিলেন। সেই জেরেই নাকি আত্মহননের পথ বেছে নেন অভিনেতা। ‘অগ্নিসাক্ষী’ সিরিয়ালে সম্পথের সহ অভিনেতা বিজয় সূর্য বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এককথায় দুঃখজনক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement