Samantha Ruth Prabhu

শরীর থেকে মুছলেন নাগার চিহ্ন! প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের পর কী সিদ্ধান্ত নিলেন সামান্থা?

ব্যক্তিগত জীবনকে খুব বেশি আড়াল করেন না অভিনেত্রী। এ বার নাগার শেষ চিহ্নটুকু মুছলেন সামান্থা। সেটাও সামনে আনলেন অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:৩৬
Share:

নাগার কোন স্মৃতি মুছে ফেললেন সামান্থা? ছবি: সংগৃহীত।

জীবনে এগিয়ে গিয়েছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে সংসার করছেন। যদিও তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কাজ নিয়েই ব্যস্ত। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদ যে তাঁকে গভীর ভাবে জখম করেছে, তা আগেই জানতেন অনুরাগীরা। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই বিবাহবিচ্ছেদে তাঁকে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সবটাই মেনে নিতে হয়েছে। নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সামান্থা কখন, কোথায়, কী করছেন, সেই দিকে নজর সকলের। ব্যক্তিগত জীবনকেও খুব বেশি আড়াল করতে চান না অভিনেত্রীও। এ বার যেমন নাগার শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন নিজের শরীর থেকে। সে কথাও অকপটে জানালেন অনুরাগীদের।

Advertisement

এর আগেই তাঁর বিয়ের পোশাক কেটে, রং করে কালো পোশাকে পরিণত করেন সামান্থা। বাগ্‌দানের সময় নাগার দেওয়া আংটিখানিও ভেঙে একটি লকেট করে নিয়েছেন। এ বার পালা উল্কির।

অভিনেতার সঙ্গে প্রেমপর্ব শুরুর পর শরীরে তিনটি উল্কি করান অভিনেত্রী। ২০১০ সালে সামান্থার প্রথম ছবি ‘ইয়ে মায়া ছেসাভে’ ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবির নাম অনুযায়ী ‘ওয়াইএমসি’ ট্যাটুটি সামান্থার পিঠে রয়েছে। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নীচে তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর ডাক নাম ‘চৈ’ লেখা। বিয়ের সময় এই ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা। আর তৃতীয় ট্যাটুটি রয়েছে কব্জিতে। দু’টি তির আঁকা রয়েছে সেখানে। নাগা চৈতন্যের সঙ্গে মিলিয়ে তখন ট্যাটুটি করিয়েছিলেন তিনি।

Advertisement

প্রথম দু’টি উল্কি আগেই মুছে দিয়েছিলেন। এ বার কব্জিতে করা উল্কিটিও মুছে ফেলছেন সামান্থা। কারণ ওই একই রকম উল্কি ছিল নাগার হাতে। নাগা অবশ্য এখনও সে উল্কি মোছেননি। শোভিতার সঙ্গে বিয়ের পরও ওই উল্কি দেখা গিয়েছে নাগার হাতে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন সামান্থা। সেখানেই স্পষ্ট দেখা গিয়েছে আবছা হয়ে যাওয়া তিরের উল্কি। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে কানাঘুষো শুরু তবে শেষ স্মৃতি টুকি মুছে ফেললেন অভিনেত্রী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement