Samantha Prabhu

Samantha-Ranveer: পর্দায় প্রথম সঙ্গে পেলেন সামান্থাকে, এমনই তো চাইছিলেন রণবীর!

‘পুষ্পা’-র অভিনেত্রী সামান্থার ভক্ত হয়ে উঠেছিলেন রণবীর। প্রথম একসঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনিও বেজায় খুশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৪:৩০
Share:

এই প্রথম রণবীরের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন সামান্থা

বিজ্ঞাপনের শ্যুটিংয়ে এসে রণবীর সিংহের সঙ্গে 'মিষ্টি' মুহূর্ত ভাগ করে নিলেন সামান্থা প্রভু। হেসে সেলফি তুললেন দু'জনে। এই প্রথম রণবীরের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন সামান্থা। রণবীরও খুশি। ইনস্টাগ্রামে দু’জনে একসঙ্গে ছবি দিয়ে সামান্থা লিখেছেন, 'চিরকালীন মধুর'।

গত বছরের অন্যতম জনপ্রিয় ছবি 'পুষ্পা' বক্স অফিস মাতিয়েছিল। সেখানে সামান্থার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন রণবীর। হিট গান 'ও আন্টাভা ও ও আন্টাভা'-র কারণে সামান্থাকে প্রশংসায় ভরিয়ে বলেছিলেন, "ভক্ত হয়ে গেলাম।" সেই সামান্থাকেই বিজ্ঞাপনী ছবিতে বিপরীতে পেয়ে ভুবনমোহন এক হাসিতে উদ্ভাসিত রণবীর।

Advertisement

যে হাসি মন কাড়ল অনুরাগীদেরও

যে হাসির ছবি মন কাড়ল অনুরাগীদেরও। একের পর এক দক্ষিণী ছবিতে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন সামান্থা। পরবর্তী কাজ নিয়েও ব্যস্ত হয়ে পড়েছেন ইতিমধ্যে। পুরাণ-ভিত্তিক তেলুগু ছবি 'শকুন্তলম'-এ দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement