The Family Man 2

The Family Man 2: ক্ষমাপ্রার্থী সমান্থা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ০৮:১৭
Share:

সমান্থা

সিরিজ় মুক্তি পাওয়ার প্রায় আড়াই মাস পরে ক্ষমা চাইলেন দক্ষিণী অভিনেত্রী সমান্থা অক্কিনেনী। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজ়ন টু-এ ইলম সংগ্রামী রাজির চরিত্রে অভিনয় করে দেশজোড়া প্রশংসা পেয়েছেন সমান্থা।

Advertisement

তবে মুক্তি পাওয়ার আগে তামিলনাড়ুতে এই সিরিজ়ের উপরে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়। তামিলদের আপত্তিজনক ভাবে দেখানোর অভিযোগে কেন্দ্রের কাছে চিঠি লিখেছিলেন তামিলনাড়ুর তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিতর্ক না বাড়ানোর জন্য তখন নির্মাতাদের তরফে সমান্থাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সমান্থা বলেছেন, ‘‘শো রিলিজ় হওয়ার পরে খানিক শোরগোল হলেও, পরে তা নিজে থেকেই থেমে গিয়েছিল। অনেকের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছিল। কিন্তু এখনও যাঁদের মনে ক্ষোভ রয়েছে, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’’

সমান্থার মতে, প্রতিটি মানুষের নিজস্ব ধ্যান-ধারণা থাকতে পারে। কিন্তু যাঁদের আবেগে অনিচ্ছাকৃত ভাবে আঘাত করা হয়েছে, তাঁদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement