salman khan

Arpita Khan: বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সলমনের বোন, দাম শুনলে অবাক হতে পারেন

মোট ১৭৫০ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে তাঁর এই নতুন বাড়ি। রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০০
Share:

নতুন বাড়ি কিনলেন সলমনের বোন অর্পিতা।

নতুন বাড়ি কিনলেন সলমন খানের বোন অর্পিতা খান। মুম্বইয়ের খার অঞ্চলে এক বিলাসবহুল আবাসনের ১২ তলার ফ্ল্যাট তাঁর নতুন ঠিকানা হতে চলেছে। ১০ কোটি টাকা খরচ করে সেটি কিনেছেন সলমনের বোন।

Advertisement

৪ ফেব্রুয়ারি বাড়ির রেজিস্ট্রি করেছেন অর্পিতা। তখনই স্ট্যাম্প ডিউটি বাবদ ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। মোট ১৭৫০ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে তাঁর এই নতুন বাড়ি। সেখানে চারটি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও রয়েছে আরও নানা ধরনের সুযোগ-সুবিধা। শোনা যায়, মুম্বইয়ের এই আবাসনের একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া কয়েক লক্ষ টাকা হতে পারে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে নিজের একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন সলমন। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের এক বহুতলে ওই ফ্ল্যাটটির জন্য মাসে ৯৫ হাজার টাকা ভাড়া নিচ্ছেন ‘ভাইজান’। শিব আস্থান হাইটস নামে ওই বহুতলের ১৪ তলায় সলমনের ফ্ল্যাটটি ৭৫৮ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement