ব্রেকআপের পরও সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের ‘ফ্রেন্ডশিপ’টা কিন্তু অটুট। সলমন তাঁর এই প্রাক্তন প্রেমিকার বিষয়ে কখনও কোনও কটু কথা বলেননি, উলটে তাঁর দিক থেকে সাহায্যের হাতটা সরিয়ে নেননি। একসঙ্গে অভিনয়, খান পরিবারের ফ্যামিলি ডিনারে বা সলমনের বোন অর্পিতার বিয়েতে ক্যাটের নিমন্ত্রণ... সব দেখে মনে হয়, প্রেম-পিরিতি কাঁঠালের আঠা! অবশ্য এর একটা কারণও আছে। ক্যাটরিনার সঙ্গে সলমনের পেয়ারি বহেনা অর্পিতার দোস্তি এবং অবশ্যই তাঁর রিলেশনশিপ ব্যালান্স করে চলার বুদ্ধিমত্তা।
এই কথাগুলোর অনেকটাই আপনার জানা। তা হলে আবার বলা কেন? আসলে গৌরচন্দ্রিকার প্রয়োজন কারণ, এই নিঁখুত ভারসাম্য এখন আর আগের মতো নেই, সুতোয় অন্যদিক থেকে টান পড়েছে। সেই টানটি দিয়েছেন সলমন খানের নব্য বান্ধবী ইউলিয়া ভন্তুর। বলিউডের সবচেয়ে পাওয়ারফুল এই খানের সিংহহৃদয়ে যে জায়গাটা ক্যাটরিনার ছিল, সেটা হারানোর ইনসিকিয়োরিটি থেকেই বোধহয়, ইউলিয়াকে মোটে সহ্য করতে পারছেন না ক্যাট।
মলদ্বীপে একসঙ্গে সলমন, ইউলিয়া ও খান পরিবার
কিছুদিন আগে, অর্পিতার ছেলে আহিলের এক বছরের জন্মদিনে পুরো খান পরিবার উড়ে গিয়েছিল মলদ্বীপের সৈকতে। পরিবারের সবচেয়ে খুদে সদস্যটির জন্মদিন পালনে। সেখানে বিগ ফ্যাট ফ্যামিলির এক সদস্য হিসেবে গিয়েছিলেন ইউলিয়া ভন্তুরও। পরিবারের সকলে যে দিন মলদ্বীপ পৌঁছয়, সলমন কিন্তু সে দিন পৌঁছতে পারেননি। তিনি তখন ছিলেন অস্ট্রিয়াতে। ক্যাটরিনার সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শ্যুটিংয়ে। তার দিনকয়েক আগেই টুইটারে ছবির সেটে নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যাক টুগেদার’... তা হলে কি... নাহ! সব কিছু জল্পনার স্তরেই থেকে গিয়েছিল। সলমন ২২ ঘণ্টা জার্নি করে ভাগ্নের জন্মদিনে অস্ট্রিয়া থেকে পৌঁছে গেলেন মলদ্বীপ। তার পর অনেকটা সময় ইউলিয়ার সঙ্গে একান্তে... শোনা যায়, অর্পিতা নাকি তাঁর প্রিয় বন্ধু ক্যাটকেও বারবার মলদ্বীপে আসতে অনুরোধ করেছিলেন। কিন্তু ভবি ভোলেনি। ভাগ্যিস!
নীল নিতিন মুকেশের বিয়েতেও অনেকটা একই রকম দৃশ্য দেখা গিয়েছিল। ভারতীয় সাজে রিসেপশনে পৌঁছে গিয়েছিলেন ইউলিয়া। একটু রাতের দিকে এলেন ক্যাট। তিনি পৌঁছতেই, বেরিয়ে গেলেন ইউলিয়া। মুখোমুখি হলেন না একবারও। সলমনের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানী বা সোমী আলির সঙ্গে ইউলিয়ার বন্ধুত্ব থাকলেও, ক্যাটের সঙ্গে টকিং টার্মসটুকুও নেই। কোনও অনুষ্ঠানেই ক্যাটরিনা ও ইউলিয়াকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়নি।
অবশ্য সলমনের প্রাক্তন ও বর্তমান বান্ধবীর সম্পর্কের এহেন সমীকরণটাই বোধ হয় সবচেয়ে স্বাভাবিক। ব্রেকআপের পরও বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অবাধ যাতায়াত ছিল ক্যাটরিনার। সলমন ‘সুলতান’ খানের সঙ্গে বন্ধুত্বও অটুট। কিন্তু সলমনের জীবনে ইউলিয়া আসায়, ক্যাটরিনার সেই জায়গাটা নড়বড়ে হবে কি না, তেমন ভয়টা কি খুব অমূলক?