কথা রাখলেন সলমন। ছবি: সংগৃহীত।
বছর ছয়েক আগে ক্যানসার আক্রান্ত খুদেকে দেওয়া কথা রাখলেন সলমন খান। সম্প্রতি ৯ বার কেমোথেরাপির পর ক্যানসারজয়ী সেই খুদে ভক্তের সঙ্গে ফের দেখা করলেন বলিউডের ভাইজান।
২০১৮ সালে ক্যানসার ধরে পড়ে জগনবীরের। সেই সময় তার বয়স ছিল চার। জগনবীরের বাবা-মা ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বইয়ে আসেন। মু্ম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি হয় জগনবীর। মুম্বইয়ে আসবে শুনেই জগনবীর মনে মনে সলমনের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে শুরু করে। জগনবীরের মা সুখবীর কৌর ছেলের স্বপ্নের কথা জানতেন। তিনি হাসপাতালে ছেলের একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। সেই ভিডিয়োয় জগনবীর সলমনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ভিডিয়ো গিয়ে পৌঁছয় সলমনের কাছে। তার পরেই স্বপ্নপূরণ হয় জগনবীরের। সলমন হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সলমন জগনবীর বলে গিয়েছিলেন, আবার দেখা হবে। তবে একটা শর্ত আছে। জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে।
সলমনের সঙ্গে দ্বিতীয় বার দেখা করার ‘লোভে’ মনেপ্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকেদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। ৯ বার কেমোথেরাপির পর আপাতত ক্যানসারমুক্ত জগনবীর। সে দিনের ছোট্ট ছেলেটি এখন ৯ বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সলমন। ৬ বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সলমনের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের।
জগনবীরের মা সুখবীর বলেছেন, ‘‘জগনবীর এখন অনেকটা সুস্থ। আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতা়ড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না। আর শুধু সলমনের সঙ্গে দেখা করবে বলেই ওর সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে।’’