সলমন।
তিনি রেগে গেলে কী হয়, তা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। সলমন খান এ বার তাঁর সেই রেগে যাওয়ার নেপথ্যে যুক্তি খাড়া করলেন। তাঁর রাগের কথা এক প্রকার মেনে নিয়ে সলমন বলেছেন, ‘‘রাগ করা আসলে ভাল। যখন কোনও পক্ষ নিতে হয়, তখন রেগে যাওয়া প্রয়োজন। আবার যখন নিজের উপরে রেগে যাই, তখন সেটা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।’’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন মন খুলেছেন এ নিয়ে। তাঁর কথায়, রাগ আর মেজাজ এক জিনিস নয়। ‘‘মেজাজ অনেক সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটা খারাপ। আমি মেজাজ করি না, কিন্তু মাঝে মাঝে ভীষণ রেগে যাই,’’ বলেছেন অভিনেতা।
সলমন খোলসা করেছেন, কেন তাঁর বন্ধুর সংখ্যা কম। সলমনের বন্ধুদের বেশির ভাগই তাঁর ছোটবেলার। অভিনেতা বলেছেন, ‘‘প্রথম প্রথম সকলেই ভাল ব্যবহার করে। যখনই বন্ধুত্ব গাঢ় হবে, তখনই দোষগুলো চোখে পড়বে। তাই বন্ধুত্ব টিকিয়ে রাখা মুশকিল।’’