Salman khan

মোটা কাচে মুড়ে দেওয়া হল বারান্দা! আর কি কখনও ভক্তদের দিকে হাত নাড়বেন না সলমন?

হুমকির আবহেই সলমন খানের নিরাপত্তা আরও বাড়ানো হল। অভিনেতার বাড়ির বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯
Share:

সলমন খানের বাড়ির বারান্দায় বসেছে বুলেট রোধক কাচ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত কয়েক মাস ধরে লাগাতর হুমকি পাচ্ছেন। সলমন খানের নিরাপত্তা সময়ের সঙ্গে আরও বেড়েছে। এ বার নতুন বছরের শুরুতে অভিনেতার বাড়িতেও বাড়তি নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হল। বান্দ্রায় ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় বসানো হল বুলেটপ্রুফ কাচ।

Advertisement

গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, মুম্বইয়ের পুলিশ সলমনের বাড়ির চারপাশের নিরাপত্তা আরও বাড়াচ্ছে। শোনা গিয়েছিল, নিরাপত্তার খাতিরে বাড়ির মেরামতির কাজও শুরু হয়েছে। বাড়ির বেশ কিছু অংশে বদল করা হচ্ছে। মঙ্গলবার ভাইজানের বাড়ির বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। সেই ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগনি।

আগে এই বারান্দাটি পর্দা দিয়ে ঘেরা থাকত। জন্মদিন বা ইদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন সলমন। কিন্তু এ বার বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢেকে দেওয়া হল বিশেষ কাচে। এক সূত্রের দাবি, যে ভাবে বার বার অভিনেতার কাছে লরেন্স বিষ্ণোই ও তার দলবলের তরফে হুমকি এসেছে, তা দেখে আর কেউ ঝুঁকি নিতে চাইছেন না। তার উপর সম্প্রতি মুম্বইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনাও ভাবাচ্ছে মুম্বই পুলিশকে। গত বছরেই অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। অভিনেতার সঙ্গে এখন প্রায় সর্বক্ষণ ৪০ জন নিরাপত্তাকর্মী থাকেন।

Advertisement

কিছু দিন আগেই মুক্তি পেয়েছ সলমনের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর ঝলক। সেই ভিডিয়ো দেখে নেটাগরিকের অনুমান, বিশেষ বার্তা শত্রুদের উদ্দেশেই দিয়েছেন সলমন। “শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেরাচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সলমনের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইের জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সলমন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটাগরিকের— মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী বলে মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement