Shah Rukh Khan

‘মন্নত’-এর বাইরে ৯৫ দিনের অপেক্ষা! অবশেষে অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ

তিন মাস পর স্বপ্নপূরণ হল। ‘মন্নত’-এর বাইরে অপেক্ষারত অনুরাগীর সঙ্গে দেখা করলেন শাহরুখ খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৫:২১
Share:
Shah Rukh Khan meets Jharkhand fan who waited outside Mannat for 95 days

শাহরুখ খানের সঙ্গে অনুরাগীর ছবি ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত।

অনুরাগী ঝাড়খণ্ডের। শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন বলে মুম্বইয়ের বান্দ্রায় ‘মন্নত’-এর সামনে অপেক্ষা করছিলেন তিনি। এক বা দু’দিন নয়। টানা ৯৫ দিন বলিউডের বাদশার বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন সেই অনুরাগী! আশা, এক বার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করবেন। অনেকেই ভেবেছিলেন, অনুরাগীর আশা পূর্ণ হবে না। কিন্তু অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ। তাঁর সঙ্গে দেখা করার পাশাপাশি একসঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। সেই ছবি আপাতত সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

সূত্রের খবর, ওই অনুরাগী ঝাড়খণ্ডে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালান। কিন্তু শাহরুখের সঙ্গে দেখা করার জন্য তিনি নিজের কেন্দ্রটি বন্ধ করে মুম্বইয়ে পাড়ি দেন। তার পর শুরু হয় অপেক্ষার পালা। সমাজমাধ্যমে একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রতি দিন কী ভাবে তিনি অপেক্ষা করেছেন। পোস্টার হাতে এক একটি দিন অতিক্রান্ত হয়েছে এবং তিনি তা লিখে রেখেছেন। ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। একাধিক সংবাদমাধ্যমে ওই ব্যক্তির খবর ছড়িয়ে পড়ে। তার পরেই নড়েচড়ে বসে শাহরুখের টিম।

অনুরাগীদের অনুরোধ রাখতে সব সময়েই যথাসাধ্য চেষ্টা করেন শাহরুখ। এ বারেও খবর পেয়ে তিনি পদক্ষেপ করেছেন। ‘মন্নত’-এর বাইরে অপেক্ষারত অনুরাগীকে বাড়ির অন্দরমহলে ডেকে নিয়েছেন বাদশা। তাঁর সঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবি দেখেই শাহরুখের প্রশংসা করেছেন তাঁর ভক্তেরা। তাঁদের একাংশের দাবি, শাহরুখ কখনওই তাঁর অনুরাগীদের কষ্ট দিতে চান না। ঝাড়খণ্ডের অনুরাগীর সঙ্গে দেখা করে, আরও এক বার সেই বার্তাই দিলেন অভিনেতা। তবে ওই অনুরাগীর সঙ্গে শাহরুখ তাঁর জন্মদিনেই দেখা করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

প্রত্যেক বছর বিশেষ দিনে বাড়ির বাইরে অপেক্ষারত অনুরাগীদের দর্শন দেন শাহরুখ খান। তবে এ বছর তা ঘটেনি। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই অভিনেতাকে ‘মন্নত’-এর বারান্দায় দেখা যায়নি। তাই পরিবারের সঙ্গেই কেক কেটে জন্মদিন পালন করেন বাদশা। ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গেও কিছুটা নিভৃতে সময় কাটান অভিনেতা। জানান, দীর্ঘ দিনের ধূমপানের অভ্যাস তিনি ত্যাগ করেছেন। সূত্রের খবর, এই মুহূর্তে পরবর্তী ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement