salman khan

Salman Khan: ও কি সত্যিই তোমার স্বামী না ভাড়া করে এনেছ? রাখিকে খোঁচা সলমনের

এ বার রাখির স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন স্বয়ং সলমন খান। সরাসরি প্রশ্নই করে ফেললেন রাখিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৯:০৯
Share:

রাখিকে খোঁচা সলমনের।

স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছেন রাখি সবন্ত। তাঁকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর বাড়িতে। আলাপ করিয়েছেন সকলের সঙ্গে। কিন্তু তার পরেও রীতেশকে ঘিরে ধন্দ যেন কাটতে চাইছে না!

Advertisement

এ বার রাখির স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন স্বয়ং সলমন খান। সরাসরি প্রশ্নই করে ফেললেন রাখিকে। জানতে চাইলেন, “ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?” কম যান না রাখিও। সটান বলে দিলেন, “না না। ও-ই আমার পতি পরমেশ্বর। আমার একমাত্র স্বামী।”

আরও পড়ুন:

রীতেশ জানিয়েছেন, পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে বেলজিয়ামে থাকেন। স্ত্রীকে সমর্থন করে তিনি বলেন, “রাখি কখনও মিথ্যে বলে না। ও যা বলেছে, তা ১০০ শতাংশ সত্যি। আমি ওকে সকলের সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত দিক নিয়ে এতটাই ভয়ে ছিলাম যে, ওকে অপেক্ষা করতে বলেছিলাম।”

এত সাফাইয়ের পরেও অনেকেই এই ব্যক্তিকে রাখির স্বামী বলে মানতে রাজি নন। সবটাই কি সাজানো? টিআরপি বাড়ানোর ফিকির? উত্তর দেবে সময়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement