‘রেঙ্গুন’-এ কঙ্গনার নায়ক সইফ এবং শাহিদ

১৯৪০-এর পটভূমিকায় এক অভিনেত্রী ও তাঁর মেন্টরের সম্পর্কের টানাপোড়েন নিয়ে তাঁর আগামী ছবির জন্য চিত্রনাট্য লিখেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। ছবির নাম ‘রেঙ্গুন’। নায়িকার চরিত্রে কঙ্গনা রানাউতকে কাস্ট করেছেন পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share:

১৯৪০-এর পটভূমিকায় এক অভিনেত্রী ও তাঁর মেন্টরের সম্পর্কের টানাপড়েন নিয়ে তাঁর আগামী ছবির জন্য চিত্রনাট্য লিখেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। ছবির নাম ‘রেঙ্গুন’। নায়িকার চরিত্রে কঙ্গনা রানাউতকে কাস্ট করেছেন পরিচালক। আর দুই নায়কের ভূমিকায় থাকবেন শাহিদ কপূর এবং সইফ আলি খান। ইতিমধ্যে সইফ এবং শাহিদকে দিয়ে তাঁদের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স করিয়ে নিয়েছেন বিশাল। ‘হায়দর’, ‘ওমকারা’, ‘কামিনে’র মতো ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন দু’জন। এ বার কঙ্গনাকে বিশাল কী ভাবে পর্দায় উপস্থিত করেন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement