বাবার বায়োপিক তৈরি করা সহজ নয়: সইফ

মনসুর আলি খান পতৌদির বায়োপিকে অভিনয় করবেন সইফ আলি খান? বলিউডে এমন গুঞ্জন শুরু হলেও সে সম্ভবনাকে আপাতত উড়িয়ে দিয়েছেন নায়ক নিজেই। পতৌদির বায়োপিকে অভিনয় যে সহজ হবে না তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১১
Share:

মনসুর আলি খান পতৌদির বায়োপিকে অভিনয় করবেন সইফ আলি খান? বলিউডে এমন গুঞ্জন শুরু হলেও সে সম্ভবনাকে আপাতত উড়িয়ে দিয়েছেন নায়ক নিজেই। পতৌদির বায়োপিকে অভিনয় যে সহজ হবে না তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ ছবিতে পতৌদির খেলার শটগুলো নিখুঁত এবং বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর তা কোনও অভিনেতার পক্ষে করা সহজ নয়।

Advertisement

কিন্তু তিনি নিজে এই দায়িত্ব নেবেন না কেন? সইফের কথায়, ‘‘সবটাই নির্ভর করবে চিত্রনাট্যের ওপর। আর আমি যদি পর্দায় চরিত্রটা ঠিক ভাবে দেখাতে না পারি সেটা ছেলে হিসাবে বাবার প্রতি অবিচার করা হবে।’’ বলিউডে এখন প্রচুর বায়োপিক ছবি তৈরি হচ্ছে। এ সময়ে পতৌদির বায়েপিকের অফার তাঁর কাছে এলে তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন ‘ছোটে নবাব’।

তবে বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরির ইচ্ছে রয়েছে সইফের। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘একটা চোখ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বাবা। বেঁচে থাকতে কখনও এ নিয়ে কথা বলতেন না। এখন তিনি মারা যাওয়ার পর তাঁর এই কৃতিত্বের কথা অনেকেই বলেন। বাবার মতো এমন ক্রিকেট জীবন বোধহয় আর কারুর নেই।’’ আরও কিছু দুর্লভ ফুটেজ জোগাড় করেই তথ্যচিত্র তৈরির কাজ শুরু করবেন সইফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement