Saif Ali Khan

কেন ক্ষমা চাইলেন সেফ?

সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হন সেফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

সেফ

তাঁর নতুন ছবির চরিত্র প্রসঙ্গে একটি মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হল সেফ আলি খানকে। ওম রাউতের ‘আদিপুরুষ’-এ লঙ্কেশ অর্থাৎ রাবণের চরিত্রে অভিনয় করছেন সেফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা মন্তব্য করেছিলেন, ‘‘রাবণের চরিত্র করা কঠিন কাজ। তবে এই ছবিতে রাবণকে খানিক মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখানো হবে। তার সীতাকে অপহরণ করাও যুক্তিগ্রাহ্য হিসেবে দেখানো হবে।’’ নেটিজ়েনের একাংশের এই ‘মানবিক’ শব্দটিতেই আপত্তি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হন সেফ। এর জেরে সোমবার বিবৃতি দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। ‘‘কারও ভাবাবেগে আঘাত করার ইচ্ছে ছিল না। তবু যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে কথা ফিরিয়ে নিচ্ছি।’’ ছবিতে রামের চরিত্রে রয়েছেন প্রভাস। সীতার চরিত্রে কৃতী শ্যাননের নাম শোনা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement