শান্তিনিকেতনে শাহেনশা

দিন দুয়েক ধরেই চলছিল নানা জল্পনা। এই বুঝি ‘তিনি’ এলেন। ‘তাঁকে’ দেখার জন্য, দিনে কম করে বার তিনেক, নানা আছিলায় কাজের জায়গা থেকে ছুটি নিয়ে প্রান্তিক স্টেশন লাগোয়া একটি বেসরকারি হোটেলে উঁকিঝুঁকিও মেরেছেন অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন: শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:১৪
Share:

বর্ধমানের আউশগ্রামের আদুরিয়ার জঙ্গলে ‘তিন’ ছবির শ্যুটিংয়ে অমিতাভ বচ্চন। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।

দিন দুয়েক ধরেই চলছিল নানা জল্পনা। এই বুঝি ‘তিনি’ এলেন। ‘তাঁকে’ দেখার জন্য, দিনে কম করে বার তিনেক, নানা আছিলায় কাজের জায়গা থেকে ছুটি নিয়ে প্রান্তিক স্টেশন লাগোয়া একটি বেসরকারি হোটেলে উঁকিঝুঁকিও মেরেছেন অনেকে। অবশেষে বুধবার হল সেই স্বপ্ন পূরণ। তিনি এলেন। হাত নেড়ে, ভক্তদের অভিনন্দনও জানালেন। তিনি বিগ বি। অমিতাভ বচ্চন। কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকায় এ দিন উত্তরায়ণে ঢুকেও, তাঁর আর ঘুরে দেখা হল না রবীন্দ্রভবন।

Advertisement

ঘড়িতে তখন সাড়ে পাঁচটা ছুঁই ছুঁই। আচমকা শাহেনশার কনভয়ের সাইরেন। বুঝতে অবশ্য এক মুহূর্ত দেরি হল না, অমিতজির ভক্তদের। যে যেখানে পেরেছেন দাঁড়িয়েছেন। রাস্তায় গুরু, গুরু হাঁক ডাকের মাঝে আবার কেউ গলা ফাটাচ্ছেন দাদা, কেউ বা অমিতাভ। কেউ আবার জামাইবাবু! বেসরকারি হোটেলের গেটে খুলে, কনভয় সটান হাজির। মুহূর্তের নীরবতা ভেঙে, গাড়ি থেকে নেমে এলো ছ’ ফুট দু’ ইঞ্চির লাল পুলভারের সেই চেহারা। আর একটু দেরি না করে, ফের ভক্তদের আকুতি-উল্লাস। ভিড়ের থেকে গলা উঠল ফের, ‘গুরু’, ‘গুরু’।

স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে, ‘গুরু’ ভক্তদের দিকে অনাবিল স্নেহে হাত নেড়ে অভিনন্দন জানালেন। তারপর কয়েক মুহূর্ত ওই হোটেলে কাটিয়ে ফের গাড়ি ধরলেন তিনি। ছুটল কনভয়। গেটের সামনে থেকে কয়েক শো ভক্ত গাড়ির সঙ্গে সঙ্গে এগোলেন বাইকে, সাইকেলে!

Advertisement

বুধবার বর্ধমানের আউশগ্রামের আদুরিয়ার জঙ্গলে ‘তিন’ ছবির শ্যুটিং সেরে বোলপুরের প্রান্তিকের হোটেলে আসার পথে শক্তিগড়ে ল্যাংচা খাওয়ার কথা বলেন। কিন্তু বিগবি নামলে ভক্তদের ভিড়ে যানজট হবে বলে, সোজা বোলপুরে আসেন। হোটেলে আনা হয় ল্যাংচা ও রসগোল্লা। তাঁর প্রিয় প্রায় সব খাবারেরই ব্যবস্থা রাখা হয়েছিল হোটেলে। অমিতজি বোলপুরের হোটেল আসার মুখে, কয়েক মিনিটের জন্য বিশ্বভারতীর উত্তরায়ণে ঢুকেছিলেন।


অমিতাভ বচ্চনকে কাছে পেয়ে উচ্ছ্বসিত র‌্যাফের মহিলা বাহিনী।
বুধবার বর্ধমানের আউশগ্রামের আদুরিয়ায়। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী


কিন্তু বুধবার সাপ্তাহিকী ছুটির দিন। তাঁকে ফিরতে হয় মিউজিয়াম এবং কবি কক্ষ না দেখেই। বিশ্বভারতী সূত্রের খবর, শান্তিনিকেতন থানার ওসি পবিত্র গঙ্গোপাধ্যায় তাঁকে উত্তরায়ণে নিয়ে যান। কিন্তু কর্তৃপক্ষের কাছে কোনও খবর ছিল না। জানা গিয়েছে, কয়েক মিনিট উত্তরায়ণ চত্বরে ঘুরে, কিছু মুহূর্ত উদয়ন বাড়ির সামনে দাঁড়ান অমিতাভ। সেই সময়ে অবশ্য বিশ্বভারতীর পক্ষে কোনও কর্মকর্তা হাজির ছিলেন না। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক অশোক মাহাতো বলেন, “অমিতাভ বচ্চন, উত্তরায়ণে আসবেন এমন খবর আমাদের কাছে নেই।” এ দিন বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধিকর্তা তপতী মুখোপাধ্যায় বলেন, ‘‘উনি আসছেন, এমন কোনও খবর আমাদের কাছে ছিল না। ওনাকে ঘুরিয়ে দেখাতে পারলে ভালো লাগত।’’

কেন ফিরে গেলেন অমিতজি?

একটি সূত্র জানাচ্ছে, “বুধবার রাতে জরুরী বৈঠক রয়েছে কলকাতায়। আবার বৃহস্পতিবার সিনেমার শ্যুটিং নেই। তাই কলকাতা ফিরে গিয়েছেন, বিগ বি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement