মহাপীঠ তারাপীঠ
সাধক বামদেবের জীবনী অবলম্বনে ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ নাকি শেষ হতে চলেছে?
খবর ছড়াতেই মন খারাপ অসংখ্য অনুরাগীর। প্রতি দিন রাত ১০টায় অনেকেই অপেক্ষায় থাকতেন সাধক ওরফে মুখ্য চরিত্রাভিনেতা সব্যসাচী চৌধুরীর মুখ থেকে ‘জয় তারা’ ধ্বনি শোনার জন্য। বামদেবের চরিত্রে টানা তিন বছর ধরে অভিনয় করে চলেছেন তিনি। যে কারণে বহু দর্শকের মনে এমন বিশ্বাসও বদ্ধমূল, সব্যসাচীর উপরে তারাপীঠের বড় মা-র আশীর্বাদ রয়েছে। সেই কারণেই কালীপুজো-সহ দেবী কালিকার পুজোয় নানা জায়গা থেকে ডাক পড়ে তাঁর। সেই ধারাবাহিক নাকি তিন বছরে পা রেখেই থামছে!
শুক্রবার রাতে সব্যসাচীর একটি পোস্ট কি সেই ভাবনাকেই উস্কে দিয়েছে? তিনি লিখেছেন, ‘আজ ‘মহাপীঠ তারাপীঠ’ তিন বছর সম্পূর্ণ করল। আজ ‘মহাপীঠ তারাপীঠ’ শেষ বারের মতো রাত দশটায় সম্প্রচারিত হল। যারা এত দিন রাত দশটা বাজার অপেক্ষা করতে, তাদের অজস্র ধন্যবাদ। তোমরা ছিলে বলেই আমরাও ছিলাম।’ আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই সব্যসাচী স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। তাঁর কথায়, ‘‘ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন দলের সবার কানেই এসেছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক কিছুই জানাননি। শ্যুট নিয়মিত চলছে। তবে সময় বদলে যাচ্ছে। শনিবার থেকে রাত ১০টার বদলে স্টার জলসায় বেলা ১১টায় দেখা যাচ্ছে এই ধারাবাহিক।’’
দাসানি স্টুডিয়োতে অবশ্য তার মধ্যেই শ্যুট চলছে। মহা সমারোহে হচ্ছে বাগদেবীর আরাধনাও। সাধারণত কোনও ধারাবাহিক শেষের আগে তার সময় বদলে যায়। সেটাই কি এই ধারাবাহিকের সঙ্গে হচ্ছে? অভিনেতার পূর্ণ সমর্থন রয়েছে এই বিষয়ে। একই সঙ্গে বিষণ্ণ গলায় জানিয়েছেন, কোনও কিছু শুরু হলে তার শেষও হবে। ‘মহাপীঠ তারাপীঠ’-ও ব্যতিক্রম নয়। তাই মন খারাপ হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে খারাপ টিআরপি-র কথায় সায় নেই তাঁর। দাবি, চলতি সপ্তাহেও ৬.২ রেটিং পেয়েছি আমরা। অন্যান্য অনেক ধারাবাহিকের থেকে যা অনেকটাই বেশি। একই সঙ্গে তাঁর মতে, এই রেটিং নিয়ে চলে যাওয়াই সম্মানের।
বেলা ১১টায় সবাই পুরোদমে কাজে ব্যস্ত থাকেন। তখন কেউ কি ছোট পর্দায় চোখ রাখার সময় পাবেন? প্রশ্ন ছিল পরিচালক শুভেন্দু চক্রবর্তীর কাছে। তাঁর দাবি, সবটাই তারা মায়ের ইচ্ছে। এত দিন ধারাবাহিক চলেছে মা চেয়েছিলেন বলে। শেষও হচ্ছে তাঁর ইচ্ছেয়। সম্প্রতি এই ধারাবাহিক পরিচালনা করেই সেরা পরিচালকের সম্মান পেয়েছেন শুভেন্দু। কবে শেষ শ্যুট? পরিচালক শুনেছেন, ১২ ফেব্রুয়ারি শেষ শ্যুট ‘মহাপীঠ তারাপীঠ’-এর। শেষ সম্প্রচার ২৫ ফেব্রুয়ারি।