ভিন্ন রূপে রূপসা।
টেলিভিশনের পর্দায় আপনি তাঁকে প্রতি দিন দেখেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘দেবী চৌধুরানী’। তাঁর অভিনয়ও দর্শক পছন্দ করেন। তিনি অর্থাত্ অভিনেত্রী রূপসা গুহ। এ বার তিনি এক অসুরের ভূমিকায়।
না! টেলিভিশনে নয়। প্রাজ্ঞ দত্তের পরিচালনায় শর্ট ফিল্ম ‘সি স’-এ অভিনয় করেছেন রূপসা। তাঁর চরিত্রের নাম মোহিনী। চরিত্রটি ঠিক কেমন?
রূপসা শেয়ার করলেন, “এই ছবিতে পৌরাণিক একটা গল্পকে নতুন ছন্দে বলা হয়েছে। দুটো অসুরের গল্প। গল্পে একটা টুইস্ট আছে। এক্সপেরিমেন্টাল আর্ট প্রজেক্ট। পৌরাণিক ভস্মাসুরের গল্প। মোহিনীর রূপ নিয়ে এসে এই সময়ে দাঁড়িয়ে একটা রিভেঞ্জ নিতে এসেছে। রিভেঞ্জ স্টোরি। আর আমাদের জীবনটাই তো ‘সি স’। তাই এই নামটাও খুব পছন্দ হয়েছিল।”
(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)
আরও পড়ুন: দেবের ‘কীর্তি’ গোপন ক্যামেরায় ধরে ফেললেন রুক্মিণী!
নতুন শর্ট ফিল্মে এই রূপেই দেখা যাবে রূপসাকে।
কী ভাবে প্রস্তুতি নিয়েছিলেন রূপসা? অভিনেত্রীর কথায়, ‘‘আমাকে মার্শাল আর্ট শিখতে হয়েছিল। ভয় পেয়েছিলাম। করতে চাইনি প্রথমে। প্রজ্ঞা খুব উত্সাহ দিয়েছিল। মার্শাল আর্টের ফর্মটার নাম কালি। আমরা ওয়ার্কশপও করেছি।’’
মুক্তির অপক্ষায় রয়েছে রূপসার তিনটি ছবি, ‘এক যে আছে শহর’, ‘সেনাপতি’ এবং ‘ফিশি’। তবুও খুব একটা বড়পর্দায় দেখা যায় না তাঁকে।
আরও পড়ুন: দীপিকার বিয়ের আংটির দাম…
রূপসার স্পষ্ট কথা, ‘‘আমি টেলিভিশন করছি। যেটা খুব পাওয়ারফুল মিডিয়াম। দেবী চৌধুরানী। খারাপ ছবির থেকে টেলিভিশন করা অনেক বেটার। অনেক শিল্পীদের বাঁচিয়ে রেখে টেলিভিশন। একে অগ্রাহ্য করা যাবে না।’’
(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের)