Rudraneel Ghosh

খুদেদের সঙ্গে জন্মদিন কাটালেন রুদ্রনীল, দিলেন উপহারও

জন্মদিন উপলক্ষে কেবল নিজের জন্যই নতুন জ্যাকেট কেনেননি রুদ্রনীল, শীতের জামাকাপড় উপহার দিয়েছেন খুদেদেরও।

জন্মদিনে কচিকাচার সঙ্গে রুদ্রনীল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ২২:২৮
Share:
Advertisement

জন্মদিন, বছরের এই একটি দিন প্রায় প্রত্যেকটি মানুষের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। এ দিন সবাই নিজের নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন। এ বছর অভিনেতা রুদ্রনীল ঘোষও তাই করেছেন। প্রতি বারই বিভিন্ন ক্ষেত্রের বন্ধুবান্ধবদের সঙ্গে জমজমাট আড্ডা দেন তিনি। কিন্তু এ বারের জন্মদিনটা একটু আলাদা। কারণ, সময়টাই আলাদা। অভিনেতা বললেন, ‘‘এ বার আরও বেশি করে এই কচিকাচাদের আমাদের প্রয়োজন পড়েছে। অনেক তো হল পার্টি। পানীয়র বদলে এ বার ফ্রুট জুস খেয়ে জন্মদিন কাটিয়ে ভাল লাগল। এ বার ওদের সঙ্গেই কাটাব ভাবলাম। বড্ড ভাল লাগল আমার। এমনিতে লকডাউনের অনেকটা সময় বস্তিবাসী মানুষজনের সঙ্গেই কেটেছে আমার।’’ একসঙ্গে খাওয়া দাওয়া করলেন সবাই। জন্মদিন উপলক্ষে কেবল নিজের জন্যই নতুন জ্যাকেট কেনেননি রুদ্রনীল, শীতের জামাকাপড় উপহার দিয়েছেন খুদেদেরও।

রুদ্রনীল জানালেন, তাঁর এক বন্ধুর ক্যাটারিংয়ের ব্যবসা রয়েছে। তিনি সমস্ত খাবারের ব্যবস্থা করেছিলেন। চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, সেজওয়ান চিকেন ইত্যাদি সহযোগে প্রায় পিকনিক সেরে ফেললেন তিনি। প্রায় দুই থেকে আড়াইশো কচিকাচার সঙ্গে জন্মদিনের দুপুরটা বেশ ভালই কাটালেন রুদ্রনীল।

Advertisement

শেষে অবশ্য জানিয়ে দিলেন, নিজের বন্ধুবান্ধবদের বঞ্চিত করবেন না। কোনও এক দিন তাঁদেরকেও জন্মদিনের ট্রিট দেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement