রুদ্রনীল ঘোষ।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় শেষ পর্যন্ত থাকলেন না রুদ্রনীল ঘোষ। যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে রুদ্রনীল সরে দাঁড়ালেন সূচনা অনুষ্ঠান থেকে।
ঘনিষ্ঠ বন্ধু রাজ চক্রবর্তীর আমন্ত্রণেও শেষ পর্যন্ত হাজির হলেন না তিনি।
রুদ্রনীল পরে বলেন, আমফান এবং করোনার সময় এত বিপুল অর্থ ব্যয় করে চলচ্চিত্র উৎসবের আয়োজন করাটা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে তাঁর সংশয় আছে।
কিন্তু এ সব বললেও অনেকেরই ধারণা, এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। যেহেতু রুদ্রনীলের সঙ্গে বিজেপি-র ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে, তাই হয়তো তিনি শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন এই অনুষ্ঠান থেকে। তবে রাজনৈতিক প্রসঙ্গ অভিনেতা এড়িয়েই গিয়েছেন।
আরও পড়ুন : জন্মদিনের পার্টি, নুসরতের জাহানে এখন মাছ, মিষ্টি অ্যান্ড মোর....
আরও পড়ুন :কাছের কাকে হারিয়ে এত মন খারাপ আলিয়ার?