ছবির একটি দৃশ্যে উজান।
তিন দিন আগে রসগোল্লা দিবসে মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবির ট্রেলার। এর মধ্যেই তিন লক্ষ ৪৫ হাজারের কিছু বেশি ভিউ হয়েছে তার। ট্রেন্ডিংয়েও প্রথম সারিতেই ছিল। সর্বোপরি এ ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ের। ট্রেলার দেখেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টলি মহলের একটা বড় অংশ।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হেঁশেল ‘উইন্ডোজ’-এ ‘রসগোল্লা’ তৈরি করছিলেন পাভেল। দুধ, ছানা, চিনির পাক যে সরেস হয়েছে তা ট্রেলার দেখেই মনে করছেন টলি মহলের একটা বড় অংশ।
‘রসগোল্লা’য় শিবপ্রসাদের ভূমিকা অনেকটা অভিভাবকের। তিনি বললেন, ‘‘আমার ২০ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। অনেক কিছু পেয়েছি। এ বার ইন্ডাস্ট্রিকে ফেরত দেওয়ার সময় এসেছে। উইন্ডোজ নতুনদের পাশে রয়েছে। প্রতি বছরই নতুন প্রতিভা তিনি অভিনেতা হতে পারেন, পরিচালক হতে পারেন, সিনেমার যে কোনও মাধ্যমের সঙ্গে যুক্ত নতুনদের আমরা সামনে নিয়ে আসতে চাই। রসগোল্লাও তেমনই প্রয়াস। আর উজান-অবন্তিকার মধ্যে তো আমি আগামীর নায়ক-নায়িকা দেখতে পাচ্ছি। টলিউড নতুন জুটি পাবে বলেই আমার বিশ্বাস।’’
আরও পড়ুন, ‘কম্পিটিশন? কার সঙ্গে? বুম্বাদা সব সময় নম্বর ওয়ান’
উজান-অবন্তিকা ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। মুক্তি পেতে চলেছে চলতি ডিসেম্বরে।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)