Entertainment News

‘সিম্বা’র হাত ধরে পর পর আটটা ছবিই ১০০ কোটির ক্লাবে! রেকর্ড রোহিত শেট্টির

কখনও অ্যাকশন। কখনও কমেডি। এ যেন পরিচালক রোহিত শেট্টির চেনা সমীকরণ। এ হেন রোহিত শেট্টিই একটা রেকর্ড করে ফেললেন। বলিউডের প্রথম পরিচালক যাঁর ব্যাক টু ব্যাক আটটা ছবিই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। শুক্রবার মুক্তি পেয়েছিল ‘সিম্বা’। সেই ‘সিম্বা’ই পঞ্চম দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। রোহিত শেট্টির আর যে ছবিগুলি ১০০ কোটি টাকার ব্যবসা করেছে সেগুলোই দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৪:১৮
Share:
০১ ১০

কখনও অ্যাকশন। কখনও কমেডি। এ যেন পরিচালক রোহিত শেট্টির চেনা সমীকরণ। এ হেন রোহিত শেট্টিই একটা রেকর্ড করে ফেললেন। বলিউডের প্রথম পরিচালক যাঁর ব্যাক টু ব্যাক আটটা ছবিই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। শুক্রবার মুক্তি পেয়েছিল ‘সিম্বা’। সেই ‘সিম্বা’ই পঞ্চম দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। রোহিত শেট্টির আর যে ছবিগুলি ১০০ কোটি টাকার ব্যবসা করেছে সেগুলোই দেখে নেওয়া যাক।

০২ ১০

গোলমাল থ্রি- ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘গোলমাল থ্রি’। অজয় দেবগণ, করিনা কপূর অভিনীত এই ছবি বক্স অফিসে ১০৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

Advertisement
০৩ ১০

সিংহম- অ্যাকশন ছবি। মুখ্য ভূমিকায় এক পুলিশ। সেই পুলিশের ভূমিকাতেই তাক লাগিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ। ২০১১ সালে রোহিত শেট্টির এই ছবিও ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল।

০৪ ১০

বোল বচ্চন- অজয় দেবগণ আর রোহিত শেট্টি জুটির আর এক সফল ছবি ‘বোল বচ্চন’। এই ছবিতে ছিলেন অভিষেক বচ্চনও। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে ১০২ কোটি টাকা ব্যবসা করেছিল।

০৫ ১০

চেন্নাই এক্সপ্রেস- রোহিত শেট্টির জীবনের সেরা হিট ‘চেন্নাই এক্সপ্রেস’। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। শাহরুখ-দীপিকার এই ছবি দেশে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল ‘চেন্নাই এক্সপ্রেস’।

০৬ ১০

সিংহম রিটার্নস- হিট হয়েছিল ‘সিংহম’-এর সিকুয়েল ‘সিংহম রিটার্নস’ও। ২০১৪ সালে অজয় দেবগণ অভিনীত ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিটি বক্স অফিসে প্রায় ১৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।

০৭ ১০

দিলওয়ালে- ২০১৫ সালে মুক্তি পেয়েছিল রোহিত শেট্টি এবং শাহরুখ খান জুটির দ্বিতীয় ছবিটি। শাহরুখের জীবনেও সেরা হিটগুলির মধ্যে একটি ‘দিলওয়ালে’। ভারতে ১৪০ কোটি এবং বিদেশে ৪০০ কোটি টাকার মতো ব্যবসা করেছিল শাহরুখ-কাজলের এই ছবি।

০৮ ১০

গোলমাল এগেইন- ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির শেষ ছবিটিও বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছিল। অজয় দেবগণ অভিনীত ‘গোলমাল এগেইন’ মুক্তি পেয়েছিল  ২০১৭ সালে। ২০০ কোটি টাকা ব্যবসা করেছিল ‘গোলমাল এগেইন’।

০৯ ১০

সিম্বা- বছরের শেষ দিকে মুক্তি পেয়ে এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে। গত শুক্রবার মুক্তি পেয়েছিল ‘সিম্বা’। আর মুক্তির পাঁচ দিনের মাথায় এই ‘সিম্বা’র সংগ্রহ ১২৪ কোটি টাকা।

১০ ১০

সিম্বার সাফল্য নিয়ে টুইট করেছেন ছবির মুখ্য অভিনেতা রণবীর সিংহ। টুইটে প্রিয় পরিচালককে ‘ব্লকবাস্টার কিং’ আর ‘ব্রো’ বলেছেন রণবীর। ছবির আর এক প্রযোজক কর্ণ জোহর আবার রোহিতকে ডেকেছেন, ‘মশালা মেভারিক’ বলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement